TRENDING:

East Bardhaman: তরুণীদের সামনে অশ্লীল আচরণ যুবকের! ধরা পড়তেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

East Bardhaman: নেশার ঘোরেই সে নাকি তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: নেশার ঘোরেই সে নাকি তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিল। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনই স্বীকারোক্তি যুবকের। ধৃতের নাম সন্তোষ বিশ্বাস ওরফে বাবু। বর্ধমান শহরের নীলপুর বটতলার বাসিন্দা বাবুকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়। সেখানে সে জানায়, আমি সেদিন একটু নেশা করেছিলাম। মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। আর কোনও দিন করব না। ওরা আমাদের ওখানে পড়তে আসে। আমি ছবি তুলতে বলেনি, ওরাই ছবি তুলেছে।
এই কারণেই তরুণীদের গোপনাঙ্গ দেখিয়েছিল যুবক! ধরা পড়তেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
এই কারণেই তরুণীদের গোপনাঙ্গ দেখিয়েছিল যুবক! ধরা পড়তেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
advertisement

গত সপ্তাহের ঘটনা। টোটোয় বসেছিল চার তরুণী। তাদের দেখে পিছু ধাওয়া করে সন্তোষ। মুখে মাস্ক বাধা ওই যুবক বাইকে ছিল। টোটো লক্ষ্য করে মোটর সাইকেল চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলে সে। এরপর টোটোয় বসে থাকা তরুণীদের উদ্দেশ্য করে বারবার গোপনাঙ্গ দেখাতে থাকে। টোটোয় সওয়ার তরুণীরা যুবকের এই কার্যকলাপ মোবাইল ফোনে তুলে নেন। এরপর তাঁরা সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! ‘এখানেই লুকিয়ে থাকতে পারে গোপন সূত্র’, ২ ধৃতকে কোথায় নিয়ে গেল পুলিশ?

বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে এই ঘটনা ঘটে। সেই সময় টোটো চড়ে চার তরুণী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে সওয়ার ওই যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিলেন যুবক। যদিও তা পারেননি বলেই দাবি তরুণীর। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস। স্থানীয় এলাকারই বাসিন্দা। এই ভিডিও বর্ধমান সাইবার থানার পুলিশের নজরে আসে। ওই যুবকের খোঁজ শুরু করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

advertisement

আরও পড়ুন: ‘খুব ভাল বন্ধু’! পেছনে দাঁড়িয়ে শেহবাজ, ফের বন্ধু মোদির প্রশংসা ট্রাম্পের! শুনেই যা করলেন পাক প্রধানমন্ত্রী…

এই ঘটনায় অবাক হন নেটিজেনরা। তাঁরা বলেন, ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে ওই যুবক কীভাবে এমন অশোভনীয় কাজ করল সে প্রশ্ন তোলেন তাঁরা। আবার অনেকেই মন্তব্য করেছিলেন, ওই যুবক বিকৃতকাম বা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কারণেই তরুণীদের দেখে সে এমন আচরণ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১ টাকাও খরচ না করে মোটা অঙ্কের লাভ! ঘরে বসেই দারুণ রোজগার, মহিলারা কালই শুরু করতে পারেন
আরও দেখুন

ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানান অনেকেই। আতঙ্কিত হয়ে পড়েন টোটোয় থাকা ওই চার তরুণীও। অনেকেই মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: তরুণীদের সামনে অশ্লীল আচরণ যুবকের! ধরা পড়তেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল