দেগঙ্গা থানার বেলিয়াঘাটা বাজার এলাকায় এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী এলাকায়, মদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজে লিপ্ত। স্থানীয় এক ব্যক্তি অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাকে মারধর করে দুষ্কৃতীরা। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আক্রান্ত ব্যক্তি সহ অন্যান্যরা।
আরও পড়ুন: কার বেতন কার ঘাড়ে! মৃত শিক্ষিকাকে নিয়ে টানাটানি! এগরা পৌরসভার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
advertisement
থানায় অভিযোগ দায়ের করার পর দুষ্কৃতীরা এলাকাবাসীদের খুনের হুমকি দেয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার ওই এলাকার বিধায়ক রবিউল ইসলামের ছবি টাঙানো দলীয় অফিস নিজেরা ভেঙে এলাকাবাসীর উপর চাপানোর চেষ্টা। দুষ্কৃতীদের গ্ৰেফতারের দাবিতে ক্ষিপ্ত এলাকাবাসীর ব্যস্ততম রাজ্য সড়ক টাকি রোড অবরোধ করে বিক্ষোভ ও মদের ঠেকে হামলা চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ এবং তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শেষমেশ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের মদতে বাড়বাড়ন্ত দুষ্কৃতীদের। জোর করে স্থানীয়দের কাছে মুচলেকায় সই করানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের থেকে।