কার বেতন কার ঘাড়ে! মৃত শিক্ষিকাকে নিয়ে টানাটানি! এগরা পৌরসভার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
- Published by:Madhab Das
- local18
Last Updated:
শিশু শিক্ষা কেন্দ্রের মৃত শিক্ষিকার নামে বরাদ্দ টাকা নিয়ে নবনিযুক্ত শিক্ষিকাকে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এগরায়।
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: শিশু শিক্ষা কেন্দ্রের মৃত শিক্ষিকার নামে বরাদ্দ টাকা নিয়ে নবনিযুক্ত শিক্ষিকাকে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এগরায়।পুরসভার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলে এগরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। অযৌক্তিক ও মিথ্যা অভিযোগ পাল্টা দাবী করেছে পুরপ্রধান।
এগরা পুরসভার ১৪টি ওয়ার্ড মিলিয়ে একাধিক শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। অধিকাংশ শিশুশিক্ষা কেন্দ্রগুলি ছাত্রছাত্রীর অভাবে খুঁড়িয়ে চলছে। খাতায় কলমে কোথায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ১৬ জন ছাত্রছাত্রী থাকলেও স্কুলে উপস্থিত হয় পাঁচ থেকে সাতজন। এগরা পুরসভার-২ নম্বর ওয়ার্ডে উলিপুর মেনকা শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষিকা ছিলেন কবিতা পঞ্চাধ্যায়ী। গত বছর ১৫ অক্টোবর অসুস্থতার কারণে ওই শিক্ষিকার মৃত্যু হয়। এক শিক্ষিকার মৃত্যুতে স্কুলে শিক্ষিকা কমে দাঁড়িয়েছিল দু’জন। ১৬ জন পড়ুয়ার জন্য দু’জন শিক্ষিকা ছিল। একজনের শূন্য পদে এলাকায় এক বিশেষভাবে সক্ষম মহিলাকে নিয়োগ করে এগরা পুরসভা। নতুন শিক্ষিকাকে আইন মেনে পুরসভা নিয়োগপত্র দিয়ে কাজে যুক্ত করে বলে দাবী করেছে।
advertisement
advertisement
যদিও সেই নিয়োগ অস্বচ্ছতার সঙ্গে বেআইনিভাবে করা হয়েছে বলে অভিযোগ তুলে মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন দেবব্রত প্রহরাজ নামে একব্যক্তি। অভিযোগ পত্রে তিনি আরও দাবী করেছেন, কবিতা পঞ্চাধ্যায়ী মারা গেলেও পুরসভা তার নামের বরাদ্দ অর্থ তুলছেন। সেই অর্থ অন্য এক নবনিযুক্ত শিক্ষিকাকে দেওয়া হচ্ছে বলে। গত ১৯ অগাস্ট পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা শাসকের কাছে এই অভিযোগ জমা পড়েছে। প্রসঙ্গত, শিক্ষিকাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পুরসভা তাদের বেতন প্রদান করে থাকেন। নিয়মিত না হলেও দু’মাস কখনও তিনমাস অন্তর এই বেতন দেওয়া হয় শিক্ষিকাদের। মৃত শিক্ষিক কবিতা পঞ্চাধ্যায়ীর মৃত্যু আগে কয়েক মাসের বেতন বকেয়া ছিল। বকেয়া প্রাপ্য সেই টাকা পুরসভা তাকে প্রদান করেছেন।মৃত্যুর শংসাপত্র সহ শিক্ষিকার যাবতীয় নথি পুরসভায় জমা রয়েছে। মৃত শিক্ষিকার নামে বেতন তুলে পুরসভা অন্য শিক্ষিকাকে পাইয়ে দেওয়ার ঘটনাটি অজানা স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা পুরপ্রতিনিধির।
advertisement
স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আশালতা বাঙাল বলেন, ‘মৃত শিক্ষিকার নামে বেতন দেওয়ার বিষয়টি আমার জানা নেই’। এগরা পুরপ্রধান স্বপন নায়ক বলেন, ‘পুরসভা শিক্ষিকাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন প্রদান করেন। যে শিক্ষিকা মারা গেছেন তার বকেয়া টাকা দেওয়া হয়েছে। আর কোনও টাকা দেওয়া হয়নি। ভিত্তিহীন অসত্য অভিযোগ করা হয়েছে’। এগরা মহকুমা শাসক মনজিৎ কুমার যাদব বলেন, ‘মৃত শিক্ষিকার নামে বেতন তুলে অন্য শিক্ষিকাকে দেওয়ার অভিযোগ পেয়েছি। সেই মর্মে তদন্ত শুরু হয়েছে’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কার বেতন কার ঘাড়ে! মৃত শিক্ষিকাকে নিয়ে টানাটানি! এগরা পৌরসভার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ