দোকানের ভিতর হিস-হিস শব্দ! উপরে তাকাতেই 'তার' দর্শন, দোকান ছেড়ে পগারপার মালিক
- Published by:Ananya Chakraborty
- local18
Last Updated:
দোকানের ভিতর থেকে হিস-হিস শব্দ, উপরে তাকিয়ে দেখতেই চক্ষু কপালে ব্যবসায়ীর। মাথার ওপরে ঝুলছে বিশালাকার অজগর।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: দোকানের ভিতর থেকে হিস-হিস শব্দ, উপরে তাকিয়ে দেখতেই চক্ষু কপালে ব্যবসায়ীর। মাথার ওপরে ঝুলছে বিশালাকার অজগর। দোকান থেকে উদ্ধার প্রায় ১০ ফুট লম্বা অজগর, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াল এলাকায়।
মাথার উপর কুণ্ডলী পাকিয়ে ঝুলছে সাপ! আচমকা এমন দৃশ্য দেখে চোখ কপালে দোকান মালিকের। কানে ভেসে আসছিল শোঁ-শোঁ শব্দ। ওপরে তাকাতেই দেখা যায় মস্ত বড় এক অজগর। আতঙ্কে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে আসেন দোকান মালিক। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার বরোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবোরাগাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। সেখানকার বাসিন্দা প্রল্লাদ মণ্ডলের দোকানঘর থেকে উদ্ধার হয় বিশাল অজগরটি। জানা গিয়েছে, এদিন প্রল্লাদ বাবু দোকানে কাজ করছিলেন। হঠাৎ কানে ভেসে আসে অদ্ভুত শব্দ। মাথার উপর তাকাতেই দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা অজগর ঝুলছে। সঙ্গে সঙ্গেই তিনি হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ভিড় জমান আশপাশের মানুষ।
advertisement
আরও পড়ুন: বাংলায় বুকে ফের নতুন রেলপথ! এবার জুড়বে বাঁকুড়া-দুর্গাপুর, এসে গেল রেল মন্ত্রালয়ের মেগা আপডেট
এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশন-এর সদস্যদের। তারা এসে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। সংগঠনের এক সদস্য বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। দেখি দোকানের টিনের ভেতর থেকে ঝুলছে বিশাল অজগর। যথেষ্ট সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয় সাপটি।” অজগর উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার মানুষজন। আতঙ্ক কেটে স্বাভাবিক ছন্দে ফেরে মধ্যবোরাগাড়ির ডাঙ্গাপাড়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 5:06 PM IST