মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কানিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে। ওই গ্রামের বাসিন্দা আজগার বিশ্বাসের ছোট ছেলে সাকিবুল বিশ্বাস গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে দাদার সঙ্গে শুয়েছিল। হঠাৎ রাতে সে অসুস্থ বোধ করে এবং তারপর রাতেই সে সেখান থেকে চলে আসে ঠাকুমার কাছে। এরপর সকাল থেকে তার অসুস্থতা আরও বাড়তে শুরু করে।
advertisement
আরও পড়ুন: দিন দিন বাড়ছে কাজের টার্গেট, বেতন বাড়ানোর বেলায় লবডঙ্কা! সহ্যের সীমা পার হতেই বিক্ষোভে শ্রমিকরা
এরই মধ্যে সাকিবুলের দাদা দেখতে পায় তারা যেখানে শুয়ে ছিল সেখানে বালিশের নিচে রয়েছে একটি কালাচ সাপ। এরপরই তারা বুঝতে পারেন সাকিবুলকে সাপে কামড়েছে। তড়িঘড়ি তারা হাসপাতালে নিয়ে যান সাকিবুলকে। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। সাকিবুলের এমন মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সাকিবুল এর দাদু জাকির বিশ্বাস জানিয়েছেন, “সাপে কামড়ে ছিল এমনটা বুঝতে পেরেই আমরা হাসপাতালে যাই। কিন্তু তারপরেও তাকে বাঁচানো সম্ভব হল না।”
আরও পড়ুন: স্কুল তো নয়, যেন আস্ত পার্ক! ৪৫০ পড়ুয়ার কামাই করতে চায় না কেউ-ই! জানুন কোথায়
সাকিবুল কুনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। স্বাভাবিকভাবেই তার এমন অকাল মৃত্যুতে স্কুলেও শোকের ছায়া নেমে এসেছে। সাকিবুলের সহপাঠীরাও এমন ঘটনা যেমন বিশ্বাস করতে পারছে না, সেরকমই তারাও চরম শোকাহত।