জানা যাচ্ছে, বারাসাত ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি নিহত নাবালকের। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর ১১টা নাগাদ ওই বালককে পুকুরের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ সে। ছেলের খোঁজ না পেয়ে বারাসাত থানার দারস্থ হয় পরিবার। নিখোঁজের অভিযোগ জানান তাঁরা। বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে, পুকুরের পাশ দিয়ে ওই বালক ঘোরাফেরা করছিল।
advertisement
আরও পড়ুনঃ সেকি কাণ্ড! ভোরবেলা কাঠ কুড়াতে গিয়ে… বেলা গড়াতেই পুকুরে ভেসে উঠল মহিলার দেহ! রহস্য
এমনকি ওই বালকের জুতো পুকুরেই পাওয়া গিয়েছে। তারপরই তদন্তে নামে বারাসাত থানার পুলিশ। সারাদিন খোঁজাখুঁজির পর সোমবার ভোররাতে হঠাৎই ওই বালকের দেহ পুকুরে ভেসে ওঠে। স্থানীয়রা আরও অভিযোগ, তোলেন, ৩১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা ঘোষকে দীর্ঘদিন ধরে তারা বলে এসেছেন ওই পুকুর সংস্করণ করার জন্য। কিন্তু তাদের কথায় কোনরকম কর্ণপাত করেননি ওয়ার্ডের শুক্লা ঘোষ।
আরও পড়ুনঃ রাতে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিলেন! তারপর যা হল মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে… আঁতকে উঠল সকলে
দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তারা জানান, যদি পৌরমাতা ওই পুকুরটির পাড় বাঁধিয়ে সংস্করণ করে দিতেন তাহলে অকালে এই শিশুটি প্রাণ হয়তো যেত না। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।