মূলত উত্তর ২৪ পরগনার এই এক কিলোমিটার দীর্ঘ রাস্তাটি জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের বসবাস। এর মধ্যেই খানাখন্দে ভরে গিয়েছে রাস্তাটি। অল্প বৃষ্টিতে জল জমলেই তৈরি হয় মরণফাঁদের পরিস্থিতি। প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে এলাকার মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষ। বিগত এক বছর ধরে রাস্তাটি বিপজ্জনক শঙ্কায় পরিণত হয়েছে। এই রাস্তার উপরেই রয়েছে বাজারহাট স্কুল হাসপাতাল, যেখানে পৌঁছতে রীতিমত বেগ পেতে হচ্ছে সাধারণ জনবাসীকে।
advertisement
আবার এই রাস্তার ওপর দিয়ে চলাফেরা করে বহু পণ্যবাহী গাড়ি, তাই এমন রাস্তার দুর্বিষহ পরিস্থিতিতে ঘটে চলেছেন নানা দুর্ঘটনা। যদিও ভাটপাড়া পৌরসভার পূর্ত দফতরের সিআইসি অরুণ ব্রহ্ম জানিয়েছেন, অতি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এদিকে, ভাটপাড়ার উপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ জানান, একটা রাস্তা তৈরি করতে, বেশকিছু কার্যপ্রণালী রয়েছে, সেই কার্যপ্রণালী সম্পন্ন করেই শীঘ্রই রাস্তার কাজে হাত দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে তারা আশঙ্কা করছেন, এই ভরা বর্ষায় রাস্তার কাজে হাত দিলে রাস্তাগুলো আবারও বিপর্যয়ের ধ্বস নামতে পারে, যাতে এ হেন কোন শঙ্কায় উপনীত হতে না হয়, তাই বর্ষা একটু ধরলেই রাস্তার কাজে অগ্রসর হবে প্রশাসন।। এমনটাই স্পষ্ট বার্তা দেন তিনি। তবে দেখার বিষয় এটাই, রাস্তা সংস্করণ আদতেও কবে হয়?
শুভজিৎ সরকার