Ichamti River Bamboo Bridge: জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু...! ইছামতি নদী পারাপার নিয়ে দুশ্চিন্তা, হাত-পা বাঁধা পড়ল হাজার হাজার মানুষের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Ichamti River Bamboo Bridge: ইছামতি নদীর উপরে কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী বাঁশের সেতু ভেঙে পড়তেই বিপাকে পড়েছেন স্বরূপনগর ব্লকের প্রায় ৫০ হাজার মানুষ।
উত্তর ২৪ পরগনা: ইছামতি নদীর উপর বাঁশের সেতু ভেঙে বিপত্তি, বিপদে হাজার গ্রামবাসী। ইছামতি নদীর উপরে কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী বাঁশের সেতু ভেঙে পড়তেই বিপাকে পড়েছেন স্বরূপনগর ব্লকের প্রায় ৫০ হাজার মানুষ।
কয়েকদিন আগেই দুর্বল হয়ে যাওয়া সাঁকোটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, সেই খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। সেসময় গ্রামবাসীদের দাবি ছিল, হাসপাতালে যাতায়াত, বিডিও অফিস, থানা ও অন্যান্য প্রয়োজনে পারাপারের জন্য প্রয়োজন একটি পাকা সেতু। কিন্তু সেই দাবি পূরণ হয়ই নি, তার ওপর এদিন হঠাৎই ভেঙে যায় নড়বড়ে বাঁশের সেতু, তলিয়ে যায় নদীর জলে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার ইছামতি পারাপারের একমাত্র ভরসা ভেঙে যাওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াত। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, কৃষকেরা বিপাকে পড়েছেন ফসল বাজারে নিয়ে যেতে না পারায়। কোনও রোগী অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ারও উপায় নেই বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষার মধ্যে নদীতে জলস্তর বাড়ায় বিপদের ঝুঁকি আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ কংক্রিটের সেতুর দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। ঘটনার পর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিকল্প ব্যবস্থা ও স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আশ্বাস, দ্রুত অস্থায়ী সাঁকো তৈরি করে পারাপার চালুর চেষ্টা হবে, তবে মানুষ চাইছেন স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হোক।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 4:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ichamti River Bamboo Bridge: জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু...! ইছামতি নদী পারাপার নিয়ে দুশ্চিন্তা, হাত-পা বাঁধা পড়ল হাজার হাজার মানুষের