উত্তর ২৪ পরগনা জেলার এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ। নিদারুণ আলোকসজ্জা, বাহারি রঙের সমাহার এবং কারুকার্যপূর্ণ শৈলীতে ভাস্বর হয়ে উঠেছে গোটা প্যান্ডেল। ভিতরে প্রবেশ করলে একদিকে ভগবান জগন্নাথের দর্শন মিলবে, অন্যদিকে তাঁর পাশেই দর্শনার্থীরা দেবী দুর্গার প্রতিমা দেখার সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ রাজস্থান ছুটতে হবে না! জেলার বুকেই ঐতিহ্যবাহী শীশ মহল, পঞ্চমীতেই উপচে পড়ছে ভিড়
দুর্গোৎসবের আনন্দে এবার বসিরহাটবাসী যেন পেয়ে যাবেন দিঘার স্বাদ। ঘরের কাছেই অনুভব করবেন জগন্নাথ ধামের পবিত্র আবহ। এই অভিনব থিম দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক কমিটির দাবি, এই থিমে শুধু আধ্যাত্মিক ছোঁয়া নয়, ভক্তি ও শিল্পকলার এক অসাধারণ মেলবন্ধনও থাকছে। দিন-রাত নির্বিশেষে দর্শনার্থীদের ভিড় জমবে বলে অনুমান স্থানীয় ব্যবসায়ী মহলেরও। প্যান্ডেলের চারপাশে নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে, বসিরহাটের মাটিতে এবার যেন সমুদ্রপাড়ের দিঘার ছায়া। তাই এলাকার মানুষের কাছে এই পুজো গর্বের প্রতীকও হয়ে উঠেছে।