TRENDING:

Land Grabbing: শতাব্দী প্রাচীন খেলার মাঠ নিজের বলে দাবি! বারাসাতে 'প্রভাবশালী'র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তুমুল উত্তেজনা এলাকায়

Last Updated:

Land Grabbing: প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে বারাসাতের এই জমি এলাকায় 'খেলার মাঠ' হিসেবেই পরিচিত। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, সবাই ওই মাঠে ক্রিকেট, ফুটবল সহ নানা রকমের খেলাধূলা করে। সেই মাঠকেই এবার নিজের সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ খেলার মাঠ দখল করা কেন্দ্র করে উত্তেজনা। এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতে চাঞ্চল্য ছড়িয়েছে।
মাঠ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা
মাঠ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা
advertisement

জানা যাচ্ছে, বারাসাত কাজীপাড়া রেলগেট সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে একটি জমি রয়েছে। প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে সেই জমি এলাকায় ‘খেলার মাঠ’ হিসেবেই পরিচিত। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, সবাই ওই মাঠে ক্রিকেট, ফুটবল সহ নানা রকমের খেলাধূলা করে। অভিযোগ, সেই মাঠকেই এবার নিজের সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী এক ব্যক্তি।

advertisement

আরও পড়ুনঃ বন্ধ কারখানা চালুর দাবিতে তৃণমূলপন্থী শ্রমিকদের বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর কাছে জানানো হল বড় আর্জি

এদিন জমি নিজের দখলে রাখতে আব্বাস নামের ওই ব্যক্তি মাঠ ঘিরতে গেলে উত্তেজনা ছড়ায়। এলাকার লোকজন এই কাজে বাধা দেন। অভিযোগ, সেই সময় তাঁদের মারধর করা হয়। এর জেরে আহত হন বেশ কয়েকজন। পাশাপাশি আরও অভিযোগ, এই ঘটনায় ওই এলাকায় বসবাসকারী তনুজা বিবি মদত দিচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২১০ টাকা খরচ করে ঘুরে গেল ভাগ্যের চাকা! খেতমজুরের জীবনে অভাবের দিন শেষ
আরও দেখুন

জানা যাচ্ছে, মাঠের ব্যাপারে যারা দাবি করেছিল, তাঁদের সঙ্গে কথা বলতে যাওয়া হলে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এলাকার মানুষের দাবি, সঠিক কাগজ থাকলে সেগুলি নিয়ে আসা হোক। তাহলে তাঁরা নিজেরাই দায়িত্ব নিয়ে মাঠটি তাঁদের দিয়ে দেবেন। কিন্তু মাঠ নিজের দাবি করা ব্যক্তি কোনও কাগজ দেখাতে পারেননি। এদিকে আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বারাসাত থানার পুলিশ। এরপর এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Land Grabbing: শতাব্দী প্রাচীন খেলার মাঠ নিজের বলে দাবি! বারাসাতে 'প্রভাবশালী'র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তুমুল উত্তেজনা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল