TRENDING:

North 24 Parganas News: কম্পিউটার শিখলেই রোজ ৫০ টাকার ‘পুরস্কার’! ‘উৎকর্ষ বাংলায়’ হাসনাবাদে ভিড় বাড়ছে প্রশিক্ষণ কেন্দ্রে

Last Updated:

এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই শিক্ষার্থীরা প্রতিদিন হিসাবে ৫০ টাকা স্কলারশিপ পাচ্ছেন, যা পড়াশোনার পাশাপাশি তাদের আর্থিক সহায়তায় বড় ভূমিকা রাখছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কম্পিউটার শিখলেই রোজ ৫০ টাকার রিওয়ার্ড! হাসনাবাদে ভিড় বাড়ছে প্রশিক্ষণ কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের রাজাপুর এলাকায় পিছিয়ে থাকা গ্রামের ছেলে মেয়েদের জন্য এক সুযোগ তৈরি করেছে সরকারি প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’। আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের বাজারে এগিয়ে দিতে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স করান হচ্ছে।
advertisement

পরিচালকদের দাবি, এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই শিক্ষার্থীরা প্রতিদিন হিসাবে ৫০ টাকা স্কলারশিপ পাচ্ছেন, যা পড়াশোনার পাশাপাশি তাদের আর্থিক সহায়তায় বড় ভূমিকা রাখছে। ফলে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরাও বাধাহীনভাবে প্রশিক্ষণে অংশ নিতে পারছে। শুধু তাই নয়, কোর্স শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সরকারি স্বীকৃত শংসাপত্র।

আরও পড়ুন: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত‍্য মঙ্গল রাজযোগ! ‘২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

advertisement

এই শংসাপত্রের জোরে রাজ্যের বিভিন্ন দফতর-সহ বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ মিলবে বলে জানিয়েছেন প্রশিক্ষকরা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মতে, বহু বছর পর রাজাপুরের তরুণ প্রজন্মের জন্য এমন মানবিক ও ফলপ্রসূ উদ্যোগ দেখা গেল। আগে যেখানে কম্পিউটার শেখার সুযোগ ছিল না বললেই চলে, সেখানে এখন গ্রামেই পৌঁছে যাচ্ছে আধুনিক প্রযুক্তির আলো। ইতিমধ্যেই বহু মেধাবী ও আগ্রহী ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছে।

advertisement

আরও পড়ুন: শুক্র বুধের মহামিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগ! ৪৮ ঘণ্টা পরেই গোল্ডেন টাইম শুরু ৩ রাশির, হাতে আসবে কুবেরের ধন

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

তাদের কথায়, “বাইরে গিয়ে টাকা খরচ করে শেখার ক্ষমতা আমাদের নেই। এখানে বিনামূল্যে শেখার সুযোগ ও প্রতিদিন ৫০ টাকা স্কলারশিপ দুটোই দারুণ সহায়তা।” উৎকর্ষ বাংলার এই উদ্যোগ শুধু রাজাপুরের শিক্ষা-পরিবেশকেই বদলে দিচ্ছে না, বরং কর্মসংস্থানের নতুন দরজা খুলে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের সামনে। আধুনিক প্রযুক্তির দুনিয়ায় পিছিয়ে থাকা গ্রামের ছেলেমেয়েদের হাতে তাই ধরা দিচ্ছে নতুন স্বপ্ন—স্বনির্ভরতার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কম্পিউটার শিখলেই রোজ ৫০ টাকার ‘পুরস্কার’! ‘উৎকর্ষ বাংলায়’ হাসনাবাদে ভিড় বাড়ছে প্রশিক্ষণ কেন্দ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল