‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশন’ বা ‘ইউআইবিএফএফ’-এর উদ্যোগে এই ‘মিস্টার ওয়ার্ল্ড’ বডিবিল্ডিং প্রতিযোগিতায় ভারতের হয়ে লড়াই করতে নেমেছিলেন গৌরব। বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের তাবড় তাবড় বডিবিল্ডারদের অবলীলায় হারিয়ে, সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সোনাজয়ী গৌরব। এই জয় কেমন লাগছে? প্রশ্নের উত্তরে গৌরব জানালেন, ” অবশ্যই ভালো লাগছে। এই সাফল্যের জন্য ধন্যবাদ প্রশিক্ষক কৃষাণু দে-কে। পাশাপশি জিমের সব সতীর্থ, যাঁরা প্রতিনিয়ত মানসিকভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন, তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ।”
advertisement
এই জয়ের পিছনে অন্যতম অবদান পরিবারের বলেও জানান গৌরব। ২২ টি দেশ থেকে আসা দক্ষ প্রতিযোগীদের হারিয়েছেন, এই জয় ভবিষ্যতে আরও ভাল কিছু করার মনোবল জোগাবে বলেও জানান এই স্বর্ণপদকজয়ী বডি বিল্ডার। কীভাবে বডি বিল্ডিং শুরু? গৌরব জানালেন, আর পাঁচটা ছেলের মতোই প্রথমে জিমে গিয়েছিলেন সুঠাম চেহারা বানানোর আশায়। ধীরে ধীরে পরিচয় হয় বেশকিছু সিনিয়রের সঙ্গে যাঁরা বেঙ্গল বা জেলাস্তরে বডিবিল্ডিং করছেন। তাঁদের সঙ্গে থাকতে থাকতে শুরু হয় গৌরবের পথ চলা। প্রথমদিকে ভালো কোনও কোচ ছিল না তাঁর। ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার পরপর ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’-ও হয়েছেন। সেখান থেকেও আনেন সোনা। এটি তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানেও স্বর্ণপদক জয় করে আবারও নিজেকে সেরা প্রমাণিত করলেন বারাসতের গৌরব। বাংলার ছেলের এমন সাফল্যে খুশি পরিবার,প্রতিবেশীরা-সহ জেলার ক্রীড়া মহল।
Rudra Narayan Roy