বেকার যুবকদের কাছে টোটো চালিয়ে উপার্জন একটি পথ হলেও জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে টোটো চলার ফলে বাস কিংবা অন্য গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে।
আরও পড়ুন- মহম্মদ শামির টেনশন কমল! বধূ নির্যাতন মামলায় জামিন পেলেন বাংলার পেসার
দিনকয়েক আগে পরিবহন দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যাদের টোটো নম্বর এবং সরকারি কাগজপত্র রয়েছে তারাই কেবলমাত্র টোটো চালাতে পারবে। আর এই নির্দেশিকা জারি হওয়ার পরেই রামপুরহাট পৌরসভা কড়া পদক্ষেপ গ্রহণ করে।
advertisement
১৫ সেপ্টেম্বর মাইকিং করে প্রচার করা হয়, যে সমস্ত টোটোর রামপুরহাট পৌরসভার লাইসেন্স রয়েছে, তারাই কেবলমাত্র চালাতে পারবে। এছাড়াও শহরের মধ্যে কোনও টোটো স্ট্যান্ড থাকবে না। টোটো সব সময় চলমান অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করবে। এছাড়া ওয়ান ওয়ে রাস্তা দিয়ে চলাচল করবে টোটো।
অবশ্য পৌরসভার সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছে টোটো। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকছে টোটো।