TRENDING:

বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ

Last Updated:

বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #পুরুলিয়া: গর্জন থাকলেও বর্ষণ হল না। পুরুলিয়া জেলায় কার্যত নমো নমো করে শেষ হল থানা ঘেরাও কর্মসূচি। যে বলরামপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনায় উত্তাল হয়েছিল, সেখানেও ঘেরাও কর্মসূচি চল্লিশ মিনিটের বেশি টেকেনি।
advertisement

বলরামপুরের সুপুরডি গ্রামে গাছে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। বুধবার সকালে এই ঘটনায় তোলপাড় হয়েছিল পুরুলিয়ার বলরামপুর। দলীয় কর্মী ত্রিলোচন মাহাতের খুনের ঘটনায় তৃণমূলের হাত দেখার পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েছিল বিজেপি। টুইট করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে ত্রিলোচন খুনের আটচল্লিশ ঘণ্টা পরও ঘটনায় কেউ ধরা পড়েনি।

আরও পড়ুন

advertisement

ব্যক্তিগত আক্রোশেই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোকে খুন করা হয়েছে! অনুমান পুলিশের

বলরামপুরে ঘটনার জেরে থানা ঘেরাও কর্মসূচিতে পুরুলিয়া জুড়ে সেভাবে বিজেপি কর্মীদের তৎপরতা দেখা যায়নি। ত্রিলোচন মাহাতর এলাকা বলরামপুর থানায় নামমাত্র ঘেরাও করে সরে যান বিজেপি কর্মীরা। খুনের নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলার পুলিশ সুপারকে বিজেপির প্রতিনিধি দল স্মারকলিপি দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি কর্মী খুনের উত্তাপের মধ্যেই পুরুলিয়ায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের এই জেলায় তৃণমূলকে রীতিমতো টক্কর দিয়েছে বিজেপি। শনিবার তৃণমূলের বৈঠকে জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অভিষেক দলের খারাপ ফল নিয়েও আলোচনা করবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বলরামপুরে বিজেপি কর্মী খুন, এখনও অধরা খুনি, বিজেপির ‘নিরুত্তাপ’ প্রতিবাদ