সরকার ঘোষিত ছুটির দিনে স্কুল খোলা, চলছে পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি।
আরও পড়ুনঃ দুর্দিনে মা-বাবার ‘ঢাল’! আসানসোলের এই মেয়ে যা করছে… কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী
দীর্ঘদিন প্লাবিত ছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকা, ডুবেছিল স্কুল। সেই সময় বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল। বন্যা কবলিত ঘাটালে এবার ছাত্র-ছাত্রীদের কথা ভেবে জন্মাষ্টমীর ছুটির দিনেও নেওয়া হচ্ছে পরীক্ষা। আগামীকাল তথা রবিবার ছুটির দিন হলেও পরীক্ষা চলবে।
advertisement
মূলত বন্যার কারণে সমস্ত ক্লাসের পরীক্ষা বন্ধ ছিল। তাই অভিভাবক থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি ও শিক্ষক-শিক্ষিকারা সকলে উদ্যোগ নিয়ে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী জন্মাষ্টমীর ছুটিতে পরীক্ষা নেওয়া হয়েছে। রবিবারও স্কুল বন্ধ থাকবে না। জন্মাষ্টমীর মতো এই ছুটির দিনেও নেওয়া হবে পরীক্ষা।