স্থানীয় মানুষদের দাবি, রাস্তায় বাস নেই তাই যাতায়াতের জন্য ট্রেকারই তাদের ভরসা। সে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হলেও কিছু করার নেই। কারণ এই দীর্ঘ রাস্তা জুড়ে যাতায়াতের আর অন্য যানবাহনই নেই। এই বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে করতে ঘটছে বিভিন্ন দুর্ঘটনাও। প্রায়শই শোনা যায় চলন্ত ট্রেকার থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কখনও আবার ট্রেকারের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা। আর গাড়ির স্পিড এতটাই যে চোখের নিমিষে গাড়িগুলো চলে যায়।
advertisement
আরও পড়ুন: আর পঞ্জাবের ভরসা নয়, এবার বাংলাতেই তৈরি হবে আলুর বীজ!
সাধারণ মানুষের অভিযোগ, ট্রেকারের দৌড়াত্ম দিনের পর দিন বেড়েই চলে যায়। কারণ আর অন্য কোন যানবাহন নেই ওই রাস্তায়। স্থানীয় এক বাসিন্দা মুজিবুর মিদ্দা তিনি জানান, সামনেই বর্ষাকাল আসছে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে বর্ষাকালে। গাড়ি স্পিড এতটাই থাকে যে কেউ যদি পড়ে যায় তাহলেও বুঝতে পারে না গাড়ি চালক। গাড়ির মাথায় প্যাসেঞ্জার তুলে নেয়। যখন বৃষ্টি আসে যেভাবে মাল বোঝাই করে ঢাকা দেওয়া হয় সেভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। অতিরিক্ত স্পিডে থাকার জন্য প্রায়ই গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটেছে। স্থানীয় মানুষরা সবাই চাইছেন যাতে ওই এলাকায় আবারও বাস চলুক।
বাস মালিক সংগঠনের অভিযোগ, অনুমতি ছাড়াই চলছে ট্রেকার। ইচ্ছা করে বাসের টাইমের আগে ট্রেকার ছাড়ায় বাসে যাত্রী হচ্ছিল না। ট্রেকারের দৌরাত্ম্যে লোকসানের জেরে বাধ্য হয়ে তুলে নেওয়া হয়েছে বাস। যদিও অভিযোগ অস্বীকার করে ট্রেকার মালিক সংগঠনের দাবি, মানুষের পরিষেবা দেওয়ার জন্যই ট্রেকার চলছে। তারাও চায় এই রুটে আবারও বাস চলুক। যদিও বাস ও ট্রেকারের টানাপোড়েনের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ট্রেকারে বেশি ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। অভিযোগ, ট্রেকারগুলি রেষারেষি করে চলাচল করে। এর জেরে জীবন হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে এখানকার মানুষকে। সকলেই চান দ্রুত এই রুটে আবার বাস পরিষেবা চালু হোক।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, তারাও মানুষের পক্ষে। মানুষের যাতায়াতের জন্য বাস চলা খুবই জরুরী। তবে কোন এক অদৃশ্য কারণবশত রাস্তায় বাস চলা বন্ধ। আর যাদের টাকা আছে তারা টেকার কিনে ওই রাস্তায় নামিয়ে দিচ্ছে। এভাবেই চলছে বিপদের ঝুঁকি নিয়ে যান চলাচল।
রাহী হালদার