TRENDING:

Canning Snake Man: সাপের কামড়ে প্রাণ যাচ্ছিল, সেই নিরঞ্জনই এখন ক্যানিংয়ের 'স্নেক ম্যান'

Last Updated:

এলাকায় কারও বাড়িতে সাপ (Snake) দেখা দিলেই ডাক পড়ে নিরঞ্জনের৷ সঙ্গে সঙ্গে লোহার শিক আর সাইকেল নিয়ে সাপ ধরতে হাজির হয়ে যান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যানিং: স্নেক ম্যান হিসেবেই তাঁকে চেনে ক্যানিং৷ সাপ (Snakes) উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে আহত, অসুস্থ সাপের সেবা, শুশ্রুষা করা, নিরঞ্জন সর্দারের উপরে চোখ বুজে ভরসা করেন ক্যানিংবাসী৷ অথচ কয়েক বছর আগে সাপের কামড় খেয়ে এই নিরঞ্জনই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন৷ তার পর থেকেই সাপের প্রতি তাঁর টান যেন আরও বেড়ে গিয়েছে৷
এ ভাবেই সাপেদের নিয়ে দিন কাটে নিরঞ্জন সর্দারের৷
এ ভাবেই সাপেদের নিয়ে দিন কাটে নিরঞ্জন সর্দারের৷
advertisement

ক্যানিং থানার (South 24 Parganas) এক নম্বর দিঘিরপাড়ের জয়দেব পল্লির বাসিন্দারা নিরঞ্জন সর্দার৷ দীর্ঘ কয়েক বছর ধরে তিনি একপ্রকার সাপের সঙ্গে ঘর করছেন, সাপ তাঁর সব সময়ের সঙ্গী। সাপের ক্ষতি না করার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালান পেশায় মাছ ব্যবসায়ী নিরঞ্জন বাবু৷ সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে সোজা হাসপাতালে যাওয়ার জন্যও মানুষকে বোঝান তিনি৷

advertisement

আরও পড়ুন: এ নিয়ে তৃতীয়বার মা হল শিলা, এবার জন্ম দিল ৫ রয়্যাল বেঙ্গল টাইগারের

ক্যানিংয়ের খুচরো বাজারে একটি ছোট মাছের দোকান রয়েছে নিরঞ্জনবাবুর৷ সকাল থেকে ব্যবসা সামলানোর পর অবসর সময়ে সাপেদের সঙ্গে কাটে তাঁর৷ ভাঙাচোরা দরমার বেড়ার ঘরে বাস নিরঞ্জনবাবুর৷ সেখানেও তাঁর সঙ্গী সাপ৷ মাছের দোকান থেকে যেটুকু আয় হয়, তাই দিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চলে যায়৷ পাশাপাশি সাধ্যমতো সাপেদের সেবাও করেন নিরঞ্জন৷

advertisement

এলাকায় কারও বাড়িতে সাপ দেখা দিলেই ডাক পড়ে নিরঞ্জনের৷ সঙ্গে সঙ্গে লোহার শিক আর সাইকেল নিয়ে সাপ ধরতে হাজির হয়ে যান তিনি৷ নিরঞ্জন সর্দারের এই কাজকে প্রশংসায় ভরিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরাও৷ নিরঞ্জন সর্দারকে তাই এলাকাবাসী স্নেক ম্যান বলেই চেনেন৷

নিরঞ্জন সর্দারের কথায়, 'সাপ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে৷ মানুষেরও অনেক উপকার করে৷ কিন্তু তা না বুঝেই আমরা ভয় পেয়ে সাপকে মেরে ফেলছি৷'

advertisement

স্থানীয় চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, 'এই কাজে ওনার মৃত্যুর সম্ভাবনাও রয়েছে৷ তাও গত তিরিশ বছর ধরে নিরলস ভাবে উনি সাপ নিয়ে মানুষকে সচেতন করে চলেছেন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Anup Biswas

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning Snake Man: সাপের কামড়ে প্রাণ যাচ্ছিল, সেই নিরঞ্জনই এখন ক্যানিংয়ের 'স্নেক ম্যান'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল