Bangla News: এ নিয়ে তৃতীয়বার মা হল শিলা, এবার জন্ম দিল ৫ রয়্যাল বেঙ্গল টাইগারের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
চলছে শিলা ও তার নবজাতকদের ওপর দিনরাত নজরদারি। (Bangla News)
advertisement
advertisement
advertisement
advertisement
আপাতত বাচ্চারা ও মা উভয়ই সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদারির বেড়াজালে রাখা হচ্ছে। বেঙ্গল সাফারির আধিকারিক ডি শেরপা বলেন, 'শিলাকে নিয়ে আমরা অনেকটাই সতর্কতার সঙ্গে ধীরে ধীরে এগোচ্ছিলাম। শিলার অন্তঃসত্ত্বা থেকে প্রজনন পর্যন্ত কাজটা যেমন সোজা ছিল না, তেমনই শাবকদের সঠিক ভাবে বেড়ে ওঠা আমাদের কাছে কঠিন পরীক্ষা।
advertisement
advertisement
প্রসঙ্গত, যেখানে সারা দেশে বাড়ছে বাঘের মৃত্যুর সংখ্যা, সেখানে তার বিপরীত চিত্র শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। গত এক বছরে সারা দেশে বাঘের মৃত্যু হয়েছে মোট ১২৬টি। যা বিগত এক দশকের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। উদ্বিগ্ন পশুপ্রেমীরা। এই উদ্বেগের মধ্যেই অনেকটাই আশার আলো দেখালো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।