Bangla News: এ নিয়ে তৃতীয়বার মা হল শিলা, এবার জন্ম দিল ৫ রয়্যাল বেঙ্গল টাইগারের

Last Updated:
চলছে শিলা ও তার নবজাতকদের ওপর দিনরাত নজরদারি। (Bangla News)
1/7
 পাঁচ নতুন সদস্যের আগমন ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সাফারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১০ মার্চ রাতে সাফারি পার্কের এনক্লোজারে সুস্থভাবেই শিলা জন্ম দেয় পাঁচ সন্তানের। (Bangla News) শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের গর্ব শিলা আরও একবার মা হলেন। এই নিয়ে তৃতীয়বার মা হল শিলা।
পাঁচ নতুন সদস্যের আগমন ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সাফারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১০ মার্চ রাতে সাফারি পার্কের এনক্লোজারে সুস্থভাবেই শিলা জন্ম দেয় পাঁচ সন্তানের। (Bangla News) শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের গর্ব শিলা আরও একবার মা হলেন। এই নিয়ে তৃতীয়বার মা হল শিলা।
advertisement
2/7
বর্তমানে সন্তান সহ সুস্থই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার মা শিলা ও বাবা বিভান। শিলা ও বিভানের বয়স আট বছর। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে তিন দফায় সন্তান প্রসব করল শিলা। নতুন অতিথির আগমনে আনন্দে মশগুল সাফারি পার্ক কর্তৃপক্ষ। চলছে শিলা ও তার নবজাতকদের ওপর দিনরাত নজরদারি। (Bangla News)
বর্তমানে সন্তান সহ সুস্থই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার মা শিলা ও বাবা বিভান। শিলা ও বিভানের বয়স আট বছর। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে তিন দফায় সন্তান প্রসব করল শিলা। নতুন অতিথির আগমনে আনন্দে মশগুল সাফারি পার্ক কর্তৃপক্ষ। চলছে শিলা ও তার নবজাতকদের ওপর দিনরাত নজরদারি। (Bangla News)
advertisement
3/7
সাফারি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ১০টি সন্তানের মা শিলা। যাদের প্রত্যেকেরই জন্ম শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সাফারি পার্কের পাশাপাশি প্রজনন কেন্দ্র হিসেবেও সুখ্যাতি অর্জন করে সাফারি পার্ক। (Bangla News)
সাফারি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ১০টি সন্তানের মা শিলা। যাদের প্রত্যেকেরই জন্ম শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সাফারি পার্কের পাশাপাশি প্রজনন কেন্দ্র হিসেবেও সুখ্যাতি অর্জন করে সাফারি পার্ক। (Bangla News)
advertisement
4/7
শিলার প্রথম সন্তান প্রসবের পরই পর্যটকদের ভিড় জমতে শুরু করে পার্কে। ছোট অতিথিদের সংখ্যা আরও বাড়ছে। পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী সাফারি কর্তৃপক্ষ।
শিলার প্রথম সন্তান প্রসবের পরই পর্যটকদের ভিড় জমতে শুরু করে পার্কে। ছোট অতিথিদের সংখ্যা আরও বাড়ছে। পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী সাফারি কর্তৃপক্ষ।
advertisement
5/7
আপাতত বাচ্চারা ও মা উভয়ই সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদারির বেড়াজালে রাখা হচ্ছে। বেঙ্গল সাফারির আধিকারিক ডি শেরপা বলেন, 'শিলাকে নিয়ে আমরা অনেকটাই সতর্কতার সঙ্গে ধীরে ধীরে এগোচ্ছিলাম। শিলার অন্তঃসত্ত্বা থেকে প্রজনন পর্যন্ত কাজটা যেমন সোজা ছিল না, তেমনই শাবকদের সঠিক ভাবে বেড়ে ওঠা আমাদের কাছে কঠিন পরীক্ষা।
আপাতত বাচ্চারা ও মা উভয়ই সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদারির বেড়াজালে রাখা হচ্ছে। বেঙ্গল সাফারির আধিকারিক ডি শেরপা বলেন, 'শিলাকে নিয়ে আমরা অনেকটাই সতর্কতার সঙ্গে ধীরে ধীরে এগোচ্ছিলাম। শিলার অন্তঃসত্ত্বা থেকে প্রজনন পর্যন্ত কাজটা যেমন সোজা ছিল না, তেমনই শাবকদের সঠিক ভাবে বেড়ে ওঠা আমাদের কাছে কঠিন পরীক্ষা।
advertisement
6/7
আপাতত মায়ের সঙ্গে রয়েছে শাবকরা। সিসিটিভির মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে খাঁচায় ঢোকা সম্ভব নয়। কিন্তু নজরদারিতে কোনও খামতি নেই।'
আপাতত মায়ের সঙ্গে রয়েছে শাবকরা। সিসিটিভির মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে খাঁচায় ঢোকা সম্ভব নয়। কিন্তু নজরদারিতে কোনও খামতি নেই।'
advertisement
7/7
প্রসঙ্গত, যেখানে সারা দেশে বাড়ছে বাঘের মৃত্যুর সংখ্যা, সেখানে তার বিপরীত চিত্র শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। গত এক বছরে সারা দেশে বাঘের মৃত্যু হয়েছে মোট ১২৬টি। যা বিগত এক দশকের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। উদ্বিগ্ন পশুপ্রেমীরা। এই উদ্বেগের মধ্যেই অনেকটাই আশার আলো দেখালো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।
প্রসঙ্গত, যেখানে সারা দেশে বাড়ছে বাঘের মৃত্যুর সংখ্যা, সেখানে তার বিপরীত চিত্র শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। গত এক বছরে সারা দেশে বাঘের মৃত্যু হয়েছে মোট ১২৬টি। যা বিগত এক দশকের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। উদ্বিগ্ন পশুপ্রেমীরা। এই উদ্বেগের মধ্যেই অনেকটাই আশার আলো দেখালো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।
advertisement
advertisement
advertisement