ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার চাকদহ থানার শিকারপুর বিবেকানন্দ হাই স্কুলের মাঠে। স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রের নাম বিশাল মণ্ডল। বয়স ৯ বছর। বাড়ি মদনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে মাঠ এলাকায়। রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র সে।
মঙ্গলবার বিকেল থেকেই মাঠে খেলছিল বিশাল। সেই সময় আচমকা খেলার মাঠের গোল পোস্ট ভেঙে মাথায় পড়ে বিশালের। গুরুতর জখম হয় সে। এর পর স্থানীয়রা বিশালকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। এমন মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে বিশালের পরিবারের উপর।
advertisement
আরও পড়ুন- যাচ্ছেন নাকি সুন্দরবনে, বাড়ল বাঘের সংখ্যা, দেখতে পেলেও পেতে পারেন রয়্যাল বেঙ্গলের সঙ্গে
জানা গিয়েছে, প্রতিদিন বিকেলেই রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় শিশুরা খেলাধুলা করে। রোজের মতো এদিনও বিশাল ফুটবল খেলতে গিয়েছিল। হঠাৎই তার মাথার উপর গোলপোস্ট ভেঙে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে ততক্ষণে সব শেষ। ছোট্ট ছেলেটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
-রঞ্জিত সরকার