Tigers In Sundarban: যাচ্ছেন নাকি সুন্দরবনে, বাড়ল বাঘের সংখ্যা, দেখতে পেলেও পেতে পারেন রয়্যাল বেঙ্গলের সঙ্গে

Last Updated:
Tigers In Sundarban:  সুন্দরবন জুড়ে ছড়াল খুশির খবর। বাঘের সংখ্যা বেড়েছে আবারও। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর।
1/6
সুন্দরবন জুড়ে ছড়াল খুশির খবর। বাঘের সংখ্যা বেড়েছে আবারও। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর।
সুন্দরবন জুড়ে ছড়াল খুশির খবর। বাঘের সংখ্যা বেড়েছে আবারও। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর।
advertisement
2/6
সর্বশেষ বাঘ সুমারিতে বাঘ ছিল ১০১ টি। তবে সম্প্রতি শেষ হওয়া বাঘসুমারিতে ব্যবহার করা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে এই কথা জানা গিয়েছে।
সর্বশেষ বাঘ সুমারিতে বাঘ ছিল ১০১ টি। তবে সম্প্রতি শেষ হওয়া বাঘসুমারিতে ব্যবহার করা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে এই কথা জানা গিয়েছে।
advertisement
3/6
সুন্দরবনে বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির প্রধান ফিল্ড অফিসার অনিল মিস্ত্রির আবার ধারণা অন্তত ২০ টি বাঘ বেড়েছে। যা অন্তত শুভ খবর।
সুন্দরবনে বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির প্রধান ফিল্ড অফিসার অনিল মিস্ত্রির আবার ধারণা অন্তত ২০ টি বাঘ বেড়েছে। যা অন্তত শুভ খবর।
advertisement
4/6
তবে বনদফতর সূত্রে খবর অন্তত ৬-৭টি বাঘ বেড়েছে। ভারতীয় সুন্দরবন অংশকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ মনে করছে। ফলে এই বাঘ বাড়ছে।
তবে বনদফতর সূত্রে খবর অন্তত ৬-৭টি বাঘ বেড়েছে। ভারতীয় সুন্দরবন অংশকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ মনে করছে। ফলে এই বাঘ বাড়ছে।
advertisement
5/6
গণনার সময় এক বছরের কম শাবকদের গণনায় ধরা হয়না। এরকম শাবকের সংখ্যাও কম নয়। এক থেকে ৩ বছর বয়সী বাঘ রয়েছে ২০ শতাংশ।
গণনার সময় এক বছরের কম শাবকদের গণনায় ধরা হয়না। এরকম শাবকের সংখ্যাও কম নয়। এক থেকে ৩ বছর বয়সী বাঘ রয়েছে ২০ শতাংশ।
advertisement
6/6
ফলে বাঘের এই সংখ্যা বৃদ্ধিতে খুশি সকলেই। শাবকগুলি বড় হলে আগামী এক থেকে দুই বছরে আরও বাঘ বাড়বে।
ফলে বাঘের এই সংখ্যা বৃদ্ধিতে খুশি সকলেই। শাবকগুলি বড় হলে আগামী এক থেকে দুই বছরে আরও বাঘ বাড়বে।
advertisement
advertisement
advertisement