সিআইডি সূত্রে খবর, সাহিদুল বোমা তৈরির একাধিক কৌশল জানত বলে দাবি সিআইডির | এর আগেও তার নামে বহু ক্রিমিনাল এক্টিভিটি রয়েছে| এর আগেও বোমা ছোড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে | বোমা বাধা কাজ সাহিদুল আগেও করেছে বলে দাবি সিআইডির | বোমা তৈরির একাধিক কৌশল সে জানে বলে দাবি সিআইডির | তবে প্রশ্ন উঠছে, নিমতিতা বিস্ফোরণকাণ্ডে যে ধরণের বোমা ব্যবহার হয়েছিল তার মেকানিজম বা বোমা তৈরির নয়া অত্যাধুনিক নকশা কোথা থেকে সে শিখল ? নাকি বোমা তৈরির কৌশলের পিছনে কোনও জঙ্গি সংগঠনের আইডিয়া আছে ?
advertisement
সিআইডি সূত্রে খবর, বোমার মেকানিজাম জানার জন্য ফরেনসিক রিপোর্ট অতন্ত্য গুরুত্বপূর্ণ | ফরেনসিক রিপোর্ট পেলে বোঝা যাবে আদতে ওই বোমা তৈরির অভিনব নকশা বা কৌশল শুধু মাত্র সাহিদুলের আইডিয়া, নাকি এর পিছনে রয়েছে কোনও জঙ্গি সংগঠনের আইডিয়া কাজ করেছে | এর পিছনে আর কেউ আছে কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে সিআইডি | সাহিদুলের পুরোনো এই রাগ প্রতিহিংসার প্রতিফলন কেন মন্ত্রী জাকিরের উপর এখন হটাৎ হল? কেন এত বছরে সেই রাগ মেটায়নি? তাহলে কী সহিদুলের পিছনে অন্য কোনও মাথা রয়েছে? এসব বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি তদন্তকারীরা |
ARPITA HAZRA