পুরসভা সূত্রে খবর, চার কোটি টাকা ব্যয় করে এই পরিষেবা চালু করা হবে। পুরসভার উদ্যোগে দু-টি বাস নামানো হবে শহরে। পাশাপাশি আরও ১০ টি বাস চাওয়া হয়েছে এসবিএসটিসি কর্তৃপক্ষের কাছে। যে সমস্ত বাসগুলি আসানসোল স্টেশন থেকে শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেবে। মূলত রাতে শহরে যাতায়াত করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এই পদক্ষেপ।
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে ফাটল, গর্ত বা অন্যান্য অসুবিধা? নজরদারিতে আসছে বিশেষ প্রযুক্তির গাড়ি ‘রাজমার্গ সাথী’
আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় স্টেশনে নেমে যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। বাড়তি থাকা খরচ করে গাড়ি বুক করতে হয়, অথবা অটো রিজার্ভ করতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি দিতে এই বাস পরিষেবা চালু করা হবে। রাত দশটা থেকে সকাল ছ’টা পর্যন্ত এই বাসগুলি পরিষেবা দেবে শহরের বিভিন্ন প্রান্তে।
নাইট সার্ভিস বাস পরিষেবা চালু হলে আসানসোল স্টেশন থেকে কুলটি, জামুরিয়া, বরাকরসহ শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছানো আরও সহজ হয়ে উঠবে। আবার রাত্রিকালীন বাস পরিষেবা হলেও, তার জন্য যাত্রীদের বেশি ভাড়া গুনতে হবে না। ফলে সবদিক থেকেই সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি সরকারি বাসে যাতায়াত করা আরও সুরক্ষিত হয়ে উঠবে। পুরসভার এই পরিকল্পনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের প্রত্যেকটি মানুষ। সকলেই চাইছেন দ্রুত এই পরিষেবা শুরু হোক।
নয়ন ঘোষ