TRENDING:

NIA: মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের

Last Updated:

NIA: ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত মনোব্রত ও বলাই ছাড়াও এনআইএ নজরে আরও তিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভূপতিনগর: ভূপতিনগরে এনআইএ-এর উপরে হামলার ঘটনায় মুখ খুলে পাল্টা জাতীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন পুলিশকে না জানিয়ে মাঝরাতে এনআইএ অভিযানে গেল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছেন মমতা বন্দ্য্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূলের সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে! এরই মধ্যে এবার এনআরএ-র বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শুক্রবার রাতে মনোব্রত জানার পরিবারের তরফে NIA র আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৩৫৪ (শ্লীলতাহানি) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ভূপতিনগর থানার পুলিশ। অভিযোগে মধ্যরাতে দরজা ভেঙে বাড়িতে ঢোকা, মহিলাদের উপর নির্যাতনের কথা উল্লিখিত রয়েছে।
ভয়ঙ্কর অভিযোগ
ভয়ঙ্কর অভিযোগ
advertisement

এদিকে, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত মনোব্রত ও বলাই ছাড়াও এনআইএ নজরে আরও তিন। সুবীর মাইতি, নব কুমার পাণ্ডা ও মানব কুমার পড়ুয়ার বাড়িতে তল্লাশি এনআইএ-এর। এরা তিনজনই পলাতক। সুবীর মাইতি, নব কুমার পাণ্ডা ও মানব কুমার পড়ুয়াকে ফের নোটিস দিয়েছে এনআইএ। নোটিস দিয়ে আগামিকাল এনআইএ দফতরে তলব করা হল তাঁদের।

advertisement

আরও পড়ুন: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেরার সময় আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা৷ ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন গ্রামবাসীদের একাংশ৷ ঘটনায় এনআইএ-র গাড়ির কাচ ভাঙে, দুই এনআইএ আধিকারিক আহতও হন৷

advertisement

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা এনআইএ-র বিরুদ্ধেই কার্যত সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এনআইএ কি পুলিশকে জানিয়ে গিয়েছিল? কেন ওরা মাঝরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে৷ নিয়ম হচ্ছে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া৷ গ্রামের লোকেরা যদি মাঝরাতে পুলিশের পোশাক পরা অচেনা কিছু লোককে দেখে, তাহলে যা হওয়ার তাই হয়েছে৷’

advertisement

এর পরেই এই ঘটনার জন্য সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে কেন গ্রেফতার করবে? বিজেপি কী ভেবেছে, ভোটের আগে আমাদের সব বুথ এজেন্ট, ভোট ম্যানেজারদের গ্রেফতার করবে? এনআইএ-এর কী অধিকার আছে গ্রেফতার করার? বিজেপি যদি এই নোংরা খেলা খেলে আমরা গোটা দেশ জুড়ে আন্দোলনে নামব৷’

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়৷ স্থানীয় এক তৃণমূলনেতার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এই ঘটনার তদন্তে নামে এনআইএ৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই কয়েকজন তৃণমূল নেতা সহ আট জনকে তলব করা হয়৷ কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে এনআইএ তলব এড়ান প্রত্যেকেই৷ এর পর আজ ভোরে ভূপতিনগরের অর্জুনপুরে হানা দেয় এনআইএ-র একটি দল৷ মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতি নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়৷ এর পরেই একদল গ্রামবাসী এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে৷ বাঁশ, লাঠি, ইট ছোড়া হয় বলে অভিযোগ৷ ঘটনায় এনআইএ-র গাড়ির কাচ ভাঙে, দুই আধিকারিকও আহত হন৷ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, পুলিশ বাহিনী পাঠানোর আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় এনআইএ৷ তখনই হামলার ঘটনা ঘটে৷ এই ঘটনায় ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে এনআই৷ ধৃত দুই তৃণমূল নেতাকেও কলকাতায় নিয়ে আসা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIA: মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল