Mamata Banerjee৷ Sukanta Majumdar: 'পাঁচ বছরে জিরো', বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

Last Updated:

এ দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

মমতা সুকান্ত কথার লড়াই৷
মমতা সুকান্ত কথার লড়াই৷
তপন: পাঁচ বছরে কোনও কাজ করেননি৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাঁরই কেন্দ্র বালুরঘাটে গিয়ে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, ‘যে এমপি পাঁচ বছরে জিরো, কোনও কাজ করেনি ভাষণ দেওয়া ছাড়া, তাঁকে এবার বিদায় দিন৷’ সুকান্ত মজুমদারকে কুশান্ত বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷
এ দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ মুখ্যমন্ত্রী এ দিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করারও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ করে বলছি সুকান্তবাবু ও গদ্দারকে, আপনারা বাংলার টাকা বন্ধ করে দিয়েছেন। আপনারা উত্তরবঙ্গকে ভালবাসেন না, দক্ষিণবঙ্গকেও ভালবাসেন না।’ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানেও উদ্যোগী হননি সুকান্ত৷
মুখ্যমন্ত্রীকে অবশ্য জবাব দিতে দেরি করেননি বিজেপি রাজ্য সভাপতি৷ সুকান্ত মজুমদার পাল্টা বলেন, উনি দক্ষিণ দিনাজপুর জেলাকে চেনেন না৷ ওনার কর্মীদেরই জিজ্ঞেস করুন না, বালুরঘাট থেকে দিল্লির ট্রেন, শিয়ালদহ-বালুরঘাট নতুন ট্রেন,বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম কে করল? এ দিন দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরি করার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা সুকান্তর আশ্বাস, বালুরঘাটে মুখ্যমন্ত্রী সত্যিই মেডিক্যাল কলেজ তৈরি করে দিলে কেন্দ্রীয় সরকারের থেকে ২০০ থেকে ৩০০ কোটি টাকা এনে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তিনি৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, আত্রেয়ী নদীর সমস্যা নিয়েও লোকসভায় সরব হয়েছেন তিনি৷
advertisement
২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট আসন থেকে জয়ী হন সুকান্ত মজুমদার৷ বালুরঘাটে ফের ঘাসফুল ফোটাতে এবার বিপ্লব মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্তকত্
লোকসভায় প্রথম ভাষণেই আমি এই প্রসঙ্গ তুলেছিলাম৷ রিভার ম্যান অফ ইন্ডিয়া নামে আমাদের তো পুরসভা, রাজ্য সরকার সবার সহযোগিতা লাগবে৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee৷ Sukanta Majumdar: 'পাঁচ বছরে জিরো', বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement