Mamata Banerjee৷ Sukanta Majumdar: 'পাঁচ বছরে জিরো', বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

Last Updated:

এ দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

মমতা সুকান্ত কথার লড়াই৷
মমতা সুকান্ত কথার লড়াই৷
তপন: পাঁচ বছরে কোনও কাজ করেননি৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাঁরই কেন্দ্র বালুরঘাটে গিয়ে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, ‘যে এমপি পাঁচ বছরে জিরো, কোনও কাজ করেনি ভাষণ দেওয়া ছাড়া, তাঁকে এবার বিদায় দিন৷’ সুকান্ত মজুমদারকে কুশান্ত বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷
এ দিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ মুখ্যমন্ত্রী এ দিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করারও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ করে বলছি সুকান্তবাবু ও গদ্দারকে, আপনারা বাংলার টাকা বন্ধ করে দিয়েছেন। আপনারা উত্তরবঙ্গকে ভালবাসেন না, দক্ষিণবঙ্গকেও ভালবাসেন না।’ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানেও উদ্যোগী হননি সুকান্ত৷
মুখ্যমন্ত্রীকে অবশ্য জবাব দিতে দেরি করেননি বিজেপি রাজ্য সভাপতি৷ সুকান্ত মজুমদার পাল্টা বলেন, উনি দক্ষিণ দিনাজপুর জেলাকে চেনেন না৷ ওনার কর্মীদেরই জিজ্ঞেস করুন না, বালুরঘাট থেকে দিল্লির ট্রেন, শিয়ালদহ-বালুরঘাট নতুন ট্রেন,বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম কে করল? এ দিন দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরি করার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা সুকান্তর আশ্বাস, বালুরঘাটে মুখ্যমন্ত্রী সত্যিই মেডিক্যাল কলেজ তৈরি করে দিলে কেন্দ্রীয় সরকারের থেকে ২০০ থেকে ৩০০ কোটি টাকা এনে দেওয়ার ব্যবস্থা করে দেবেন তিনি৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, আত্রেয়ী নদীর সমস্যা নিয়েও লোকসভায় সরব হয়েছেন তিনি৷
advertisement
২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট আসন থেকে জয়ী হন সুকান্ত মজুমদার৷ বালুরঘাটে ফের ঘাসফুল ফোটাতে এবার বিপ্লব মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্তকত্
লোকসভায় প্রথম ভাষণেই আমি এই প্রসঙ্গ তুলেছিলাম৷ রিভার ম্যান অফ ইন্ডিয়া নামে আমাদের তো পুরসভা, রাজ্য সরকার সবার সহযোগিতা লাগবে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee৷ Sukanta Majumdar: 'পাঁচ বছরে জিরো', বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement