বাদাম বিক্রি না করার কারণ কী? তাঁর কথায়, 'লোকে ঠাট্টা করবে সেলিব্রেটি লোক হয়ে বাদাম বিক্রি করতে চলে আসছেন।' এই নিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, "বাদাম তিনি এখন বিক্রি করতে যান না। এখন তিনি ঘরেই রয়েছেন। তবে যে সকল অনুষ্ঠান বা কোথাও গান রেকর্ডিংয়ের জন্য ফোন এলে ছুটে চলে যান।" তবে এমন পরিস্থিতিতে বাদাম বিক্রি করতে যেতে পারছেন না বলেই তার রাতে ঘুম হচ্ছে না বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে
তিনি জানিয়েছেন, "আমি এখন কী করি ওটাই আমার মাথায় এখন চিন্তা। রাতে ঘুম হয় না।" এর পাশাপাশি এখন যদি তিনি বাদাম বিক্রি করতে চান, তাহলে তিনি কী কী অসুবিধার সম্মুখীন হবেন, তাও জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "এখন যদি বাদাম বিক্রি করতে যাই তাহলে বাদাম বস্তাতে ভরা থাকবে আর মানুষজন জুটে যাবে। পাড়া গ্রামের লোক তো বুঝতেই পারছেন। এই চলে এসেছে বাদামওয়ালা! তারপর শুরু হয়ে যাবে সেলফি নেওয়া, ফটো নেওয়া, কাঁধে ঝোলাঝুলি করবে, কত রকম করে বলবে আর কী। আর যারা পরিচিত আছে তারা তো চুম্মা পর্যন্ত নিয়ে নেবে।"
আরও পড়ুন: দিলীপ ঘোষের সামনে দুধের প্যাকেট ফেলে বিক্ষোভ! যা করলেন বিজেপি নেতা, অবাক সকলে
ভাইরাল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে এমন কথা জানালেও সম্প্রতি তিনি বিভিন্ন জায়গা থেকে নিজের গানের জন্য অর্থ পাচ্ছেন। বৃহস্পতিবারই তিনি বীরভূমের ইলামবাজারের গোধুলিবেলা মিউজিক সংস্থা থেকে দেড় লক্ষ টাকার একটি চেক পেয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে তাদের থেকেই আরও দেড় লক্ষ টাকা পাবেন। সুতরাং ভুবন বাদ্যকর এখন যাই বলুন না কেন সময়টা যে তার বেশ ভালই যাচ্ছে, তা নিঃসন্দেহে বলা যায়।
--মাধব দাস