নোট সঙ্কট এখনও না মেটায় ক্রমাগত ক্ষুব্ধ অধিকাংশ দেশবাসী ৷ একইসঙ্গে চলছে বিরোধীদের কড়া সমালোচনা ৷ এর মাঝে নতুন করে আরও এক সমস্যা হাজির অর্থমন্ত্রকের সামনে ৷ নোট বাতিলের পর সমপরিমাণ নতুন নোট ছাপিয়ে দেশের অর্থনীতি সচল রাখার প্রচেষ্টা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক ৷ সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে, নগদ সমস্যার সমাধান শীঘ্রই হবে ৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে জোর কদমে টাঁকশালগুলিতে চলছিল বাড়তি সময়েও নোট ছাপার কাজ ৷ এমতাঅবস্থায় হঠাৎ বেঁকে বসলেন শালবনি টাঁকশালের কর্মীরা ৷ সংগঠনের তরফে টাঁকশালের কর্মীরা কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, বৃহস্পতিবার থেকে তারা দিনে ৯ ঘণ্টার বেশি কাজ করবেন না ৷ এতেই নতুন নোট পেতে আরও সমস্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷
শালবনির টাঁকশাল কর্মীদের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের কপালের ভাঁজ আরও গভীর হল ৷ এর ফলে প্রায় ৩ লাখ ৪০ হাজার নোটের উৎপাদন কমে যাবে ৷
ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL)-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, কর্মীদের পক্ষে আর অতিরিক্ত কাজ করা সম্ভব নয় ৷ ১৪ ডিসেম্বর থেকে লাগাতার ১২ ঘণ্টা কাজ করে অসুস্থ হয়ে পড়ছেন টাঁকশাল কর্মীরা ৷ তাই স্বাস্থ্যজনিত কারণে এই নির্দেশ আর অনুসরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে দিয়েছে কর্মী সংগঠন ৷ এর ফলে ৩০ শতাংশ নোট কম ছাপা হবে ৷