আর সেই বাউল গানের সঙ্গে যুক্ত থেকেই রাষ্ট্রপতি পুরস্কারের পর এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন তিনি। স্বপন দত্ত বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভাল লাগছে।” বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ন’টি প্রশংসাপত্র, এছাড়াও বাউল লোকগান সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কাজে অবদান রাখার জন্য ছ’টি সার্টিফিকেট এবং চারটি পুরস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এবং অন্যান্য সামাজিক ইস্যুতে কাজ করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত হয়েছে। এই স্বীকৃতি পাওয়ার কারণে অত্যন্ত খুশি শিল্পী স্বপন। উল্লেখ্য, লোকসভা ভোটে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেই বার্তা নিয়ে তিনি গান বেঁধেছিলেন।
advertisement
গান গেয়ে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম থেকে শহরে তিনি ছড়িয়ে দিয়েছিলেন শান্তিপূর্ণ ভোটের সচেতনতা মূলক বার্তা। এছড়াও বাল্য বিবাহ বন্ধ, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও স্বপন বাবু বিভিন্ন জায়গায় গানের মাধ্যমে ছড়িয়েছেন সচেতনতার বার্তা। এই বিষয়ে তিনি আরও বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বিনামূল্যে নিঃস্বার্থ ভাবে বাউল গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাবেন। তাঁর ইচ্ছা তিনি আরও বড় হবেন।
মানুষকে সচেতন করা অভ্যাসে পরিণত হয়েছে স্বপনের। বাউল গানের মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক সমাজ গড়ে তোলাই যেন আসল উদ্যেশ্য তার। আগামী দিনে আরও নতুন নতুন কাজ তিনি করবেন বলেও জানিয়েছেন।
বনোয়ারীলাল চৌধুরী