মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও কান্দি পুরসভার ব্যবস্থাপনায় গোকর্ণ ২নং পঞ্চায়েতের মোতড়া মোড় এলাকায় তৈরি করা হচ্ছে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম। জৈব সারের ব্যবহার বাড়াতে যখন কেন্দ্র এবং রাজ্য সরকার সর্বত্র প্রচার, কর্মশালা প্রভৃতি করছে তখন এই উদ্যোগ নতুন পথ দেখাচ্ছে জেলাবাসীকে।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কৃষি প্রধান এলাকা। তাই এলাকার কৃষকদের কথা মাথায় রেখেই এই জৈব সার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি মলমূত্র ব্যবস্থাপনার (FSM) জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর সেপটিক ট্যাঙ্ক এবং পিট ল্যাট্রিন খালি করার পরিষেবা প্রদানের পাশাপাশি কঠিন এবং তরল পদার্থের কার্যকর শোধন এবং শোধিত পণ্যের পুনঃব্যবহার করে উৎপন্ন করবে জৈব সারা। ইতিমধ্যেই এই প্রজেক্টের ট্রায়াল শুরু হয়েছে। এক সঙ্গে মোট ৮টি মল ভর্তি ট্রাঙ্ক একসঙ্গে প্রক্রিয়াজাত করা যাবে দৈনন্দিন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে বর্জ্য মল ও জলকে আলাদা করে সেগুলোকে কাজে লাগানো হবে। পাশেই থাকছে পুকুর। সেই পুকুরে জল পড়বে এবং সেখানে মাছ চাষ করা হবে। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ দূষন থেকে রক্ষা পাবে তেমনই বর্জ্য পদার্থগুলি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। ফলে উপকৃত হবেন জেলার ৫টি ব্লক ও পৌরসভা সাধারণ মানুষ। এই উদ্যোগের ফলে কান্দির পাশাপাশি নবগ্রাম ব্লক, বহরমপুর পুরসভা, খড়গ্রাম বড়ঞা ও ভরতপুর ব্লকের সাধারণ মানুষ ও উপকৃত হবে।





