TRENDING:

Murshidabad News: এক ঢিলে দুই পাখি! বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়েই তৈরি হবে জৈব সার, মুর্শিদাবাদে শুরু ট্রায়াল, উপকৃত হবেন বহু মানুষ

Last Updated:

Murshidabad News: এক ঢিলে দুই পাখি। এবার বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়ে তৈরি হবে জৈব সার। একদিকে পরিবেশ দূষন রোখা যাবে অন্যদিকে বর্জ্য পদার্থগুলি সঠিকভাবে প্রক্রিয়াজাত হবে। পথ দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: এক ঢিলে দুই পাখি। রাস্তাঘাট থাকবে সাফসুতরো, আবার রাসায়নিককে দূরে সরিয়ে খেতের ফসলকে পুষ্টি যোগাবে জৈব সার। বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়ে তৈরি হবে এবার জৈব সার। পথ দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলা।
advertisement

মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও কান্দি পুরসভার ব্যবস্থাপনায় গোকর্ণ ২নং পঞ্চায়েতের মোতড়া মোড় এলাকায় তৈরি করা হচ্ছে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম। জৈব সারের ব্যবহার বাড়াতে যখন কেন্দ্র এবং রাজ্য সরকার সর্বত্র প্রচার, কর্মশালা প্রভৃতি করছে তখন এই উদ্যোগ নতুন পথ দেখাচ্ছে জেলাবাসীকে।

আরও পড়ুনঃ প্রাচীন চিকিৎসা পদ্ধতিই ভবিষ্যতের বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা! রোগ তাড়াবে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি, আয়ুষ মেলায় বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যপরীক্ষা

advertisement

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কৃষি প্রধান এলাকা। তাই এলাকার কৃষকদের কথা মাথায় রেখেই এই জৈব সার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি মলমূত্র ব্যবস্থাপনার (FSM) জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর সেপটিক ট্যাঙ্ক এবং পিট ল্যাট্রিন খালি করার পরিষেবা প্রদানের পাশাপাশি কঠিন এবং তরল পদার্থের কার্যকর শোধন এবং শোধিত পণ্যের পুনঃব্যবহার করে উৎপন্ন করবে জৈব সারা। ইতিমধ্যেই এই প্রজেক্টের ট্রায়াল শুরু হয়েছে। এক সঙ্গে মোট ৮টি মল ভর্তি ট্রাঙ্ক একসঙ্গে প্রক্রিয়াজাত করা যাবে দৈনন্দিন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
আরও দেখুন

এতে বর্জ্য মল ও জলকে আলাদা করে সেগুলোকে কাজে লাগানো হবে। পাশেই থাকছে পুকুর। সেই পুকুরে জল পড়বে এবং সেখানে মাছ চাষ করা হবে। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ দূষন থেকে রক্ষা পাবে তেমনই বর্জ্য পদার্থগুলি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। ফলে উপকৃত হবেন জেলার ৫টি ব্লক ও পৌরসভা সাধারণ মানুষ। এই উদ্যোগের ফলে কান্দির পাশাপাশি নবগ্রাম ব্লক, বহরমপুর পুরসভা, খড়গ্রাম বড়ঞা ও ভরতপুর ব্লকের সাধারণ মানুষ ও উপকৃত হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: এক ঢিলে দুই পাখি! বাড়ির বর্জ্য মলকে কাজে লাগিয়েই তৈরি হবে জৈব সার, মুর্শিদাবাদে শুরু ট্রায়াল, উপকৃত হবেন বহু মানুষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল