TRENDING:

New District: বাংলায় ফের নতুন জেলার দাবি, এবার দক্ষিণ মেদিনীপুর জেলা গড়ার ডাক! নজরে কাঁথি-এগরা

Last Updated:

New District: ফের পূর্ব মেদিনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের বার্তা বিভিন্ন মহলে। উন্নয়নের স্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে ছোট জেলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের নতুন জেলার দাবি
ফের নতুন জেলার দাবি
advertisement

পঙ্কজ দাশ রথী, রামনগর: দক্ষিণ মেদিনীপুর নামে নতুন জেলা গড়ার ডাক রামনগরে। পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে দক্ষিণ মেদিনীপুর জেলা গড়ার ডাক। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা ছিল অবিভক্ত মেদিনীপুরের। স্বাধীনতা সংগ্রাম থেকে শিক্ষা স্বাস্থ্য এমনকি প্রযুক্তিতেও অবিভক্ত মেদিনীপুরের নাম সবার শীর্ষে। তবে সেই অবিভক্ত মেদিনীপুরকে ভেঙে করা হয় তিনটে জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।

advertisement

কিন্তু ফের পূর্ব মেদিনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের বার্তা বিভিন্ন মহলে। উন্নয়নের স্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে ছোট জেলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর,তাঁর আমলে ইতিমধ্যেই নতুন ৪-টি জেলা (আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান) পেয়েছেন রাজ্যবাসী। মেদিনীপুর জেলাকে আরও ছোট জেলায় ভাগ করার দাবি উত্থাপিত হয়েছে, যার মূল উদ্দেশ্য হল প্রশাসনকে আরও সহজলভ্য করা এবং জনগণের সমস্যা দ্রুত সমাধান করা।

advertisement

আরও পড়ুন: এসএসসি-র অযোগ্য তালিকায় এ কার নাম! ‘দাগি’দের মধ্যে নাম বেরতেই তোলপাড়! কে এই কুহেলি ঘোষ জানেন? চমকে উঠবেন শুনে

এই দাবিগুলির মধ্যে রয়েছে একটি নতুন জেলা শহর হিসেবে কাঁথিকে প্রতিষ্ঠা করা। কাঁথি ও এগরা নিয়েই গড়ে উঠুক দক্ষিণ মেদিনীপুর জেলা, এমনই দাবি উঠল বিশেষ বৈঠকে। রামনগরের পানমন্ডিতে অনুষ্ঠিত হল নতুন জেলার দাবি জানিয়ে এক বিশেষ বৈঠক। রামনগরে দক্ষিণ মেদিনীপুর জেলার গঠনের দাবিতে বিশেষ কমিটি গঠন করা হয়।

advertisement

উপস্থিত ছিলেন রামনগরের এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দ্বিজেন্দ্রনাথ গিরি, রবীন্দ্র সার, তপন রঞ্জিত প্রমুখ। বিশেষ ওই বৈঠকে দাবি ওঠে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য জেলাকে ভাগ করার প্রয়োজন রয়েছে। আগামী দিনে প্রশাসনিকভাবে তারা দাবিগুলি তুলে ধরবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New District: বাংলায় ফের নতুন জেলার দাবি, এবার দক্ষিণ মেদিনীপুর জেলা গড়ার ডাক! নজরে কাঁথি-এগরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল