TRENDING:

দীর্ঘ প্রতীক্ষার অবসান, হিঙ্গলগঞ্জ থেকে বসিরহাট পর্যন্ত চালু হল বাস পরিষেবা

Last Updated:

আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন বসিরহাটের সাংশদ নুসরত জাহান জৈন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, দেবেশ মন্ডলসহ বিভিন্য নেতৃবৃন্দ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেবুখালি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ সুদূর সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের নেবুখালি থেকে বসিরহাট পর্যন্ত বাস পরিষেবা চালু হল ৷
advertisement

এখন আর এইসব দ্বীপ এলাকার মানুষদের নদী পার হওয়ার জন্য বা গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না ৷ নেবুখালি থেকে বাসে উঠলেই হাসনাবাদের বনবিবি সেতু পার হয়ে সরাসরি বসিরহাটে পৌঁছাতে পারবেন সুন্দরবনের দ্বীপ এলাকার মানুষজন ৷

কিছুদিন আগেও এইসব নদী বেষ্টিত এলাকার মানুষদের ২-৩টি নদী পার হয়ে টোটো, অটো বা ইনজিন চালিত ভ্যানে চেপে বসিরহাটে আসতে হত ৷ বসিরহাট হয়ে বিভিন্ন দূরবর্তী এলাকায় যেতে হত ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু আজ থেকে এই বাস পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা থেকে মানুষ রেহাই পেল ৷ ১৮টি বাস দিয়ে আজ এই পরিশেবা চালু হল ৷ পরবর্তিতে এই বাস আরও বাড়ানো হবে ৷ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন বসিরহাটের সাংশদ নুসরত জাহান জৈন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, দেবেশ মন্ডলসহ বিভিন্য নেতৃবৃন্দ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীর্ঘ প্রতীক্ষার অবসান, হিঙ্গলগঞ্জ থেকে বসিরহাট পর্যন্ত চালু হল বাস পরিষেবা