অবশেষে চালু হল নবদ্বীপ হাসপাতালের বহু আকাঙ্ক্ষিত নতুন ভবন। এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালের পুরনো ভবনে চলছিল রোগীদের চিকিৎসার সমস্ত ধরনের পরিষেবা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুন মাস থেকেই শিশু বিভাগ চালু হয়ে গিয়েছে। সেখানে শিশুদের যাবতীয় চিকিৎসা হচ্ছে। এছাড়াও মহিলা ও পুরুষদে মেডিসিন ও সার্জিক্যাল দুটি বিভাগও চালু হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এই নতুন ভবনটি চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিবার।
advertisement
আরও পড়ুন: সবচেয়ে বড় রঙিন মাছের বাজার, দ্রুত বদলে যাচ্ছে এখানকার অর্থনীতি
উল্লেখ্য, এর আগে নবদ্বীপ হাসপাতালে রোগীর চাহিদা অনুযায়ী একাধিক পরিষেবা মিলত না। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসার দরিদ্র রোগীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া যেত। এর পরই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের কথা মাথায় রেখেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আরও উন্নত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা অবশেষে বাস্তবায়িত হল। ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা।
মৈনাক দেবনাথ