মুর্শিদাবাদ জেলার প্রাচীন হাসপাতাল এই কান্দি মহকুমা হাসপাতাল। এই হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন কান্দি মহকুমার পাঁচটি ব্লকের মানুষজন। কিন্তু হাসপাতালে শয্যার সংখ্যা কম থাকার কারণে মাটিতে চলে চিকিৎসা। তার জন্য গত এক বছর আগে ১০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে। পরিকাঠামো সহ নতুন ভবন তৈরির প্রস্তুতি, চিকিৎসা পরিষেবা সবকিছুই খতিয়ে দেখেন আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: আর ভরসা করা যায় না! পঞ্চায়েতের উপর বিরক্তিতে চাঁদা তুলে সেতু তৈরি গ্রামবাসীদের
কান্দি মহকুমা হাসপাতালের এক্সরে বিভাগ থেকে অপারেশন থিয়েটার বিভাগ সবকিছু পরিকাঠামো তৈরি কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে। ১০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের কাজও পরিদর্শন করা হয়। পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যেই কান্দি মহকুমা হাসপাতালে বসানো হবে ডায়ালিসিস ইউনিট। সমস্ত কাজ এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। খুব দ্রুত এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী