প্রায় ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে কুড়ি মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। এদিন সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, সন্দেশখালি ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত-সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
advertisement
গ্রামবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় মহিলাদের হাত দিয়েই নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের সূচনা করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে ধুলিয়া খালের কারণে বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতে চরম অসুবিধা হতো। বর্ষাকালে চরম অসুবিধার মধ্যে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে চলাচল করতে হতো। জরুরি পরিষেবা পেতেও ভোগান্তির শেষ থাকত না। নতুন সেতু তৈরি হলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্য-সব ক্ষেত্রেই উপকৃত হবেন হাজার হাজার মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাতে দ্রুত এই সেতু এলাকার মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তব রূপায়ণ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই সেতু শুধু যোগাযোগের পথই খুলে দেবে না, বরং সন্দেশখালির সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্তও উন্মোচন করবে।





