স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পূজা মণ্ডপের ঠিক পাশে নারকেল গাছের নিচে এক সদ্যোজাত শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। পুলিশে খবর দেওয়া হয়। হাবরা থানার পুলিশ এসে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ কম পুঁজিতে ‘এই’ ব্যবসা শুরু করুন, ব্যাপক চাহিদা রয়েছে, প্রতি মাসে হেসেখেলে ৫০ হাজার টাকা রোজগার হবে
দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর সদ্য কালীপুজো মিটেছে। বহু মণ্ডপে এখনও প্রতিমা রয়েছে। উৎসবের মেজাজ পুরোপুরি কাটেনি। এর মধ্যে হাবরা পদ্মা পল্লী এলাকায় বিষাদের সুর। স্থানীয়দের দাবি, কে বা কারা এই সদ্যোজাত শিশুর দেহ ফেলে গেল সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক। জানা যাচ্ছে, এলাকাবাসী বিষয়টিকে খুন বলে মনে করছেন।
দীপাবলি, ভাইফোঁটা ঘিরে রাজ্যে এখন উৎসবের মেজাজ। এই আবহে হাবরায় মর্মান্তিক ঘটনা। সদ্যোজাত শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টির সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।