নিউ ব্যারাকপুর পুরসভার উপ পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নামও রয়েছে অযোগ্যদের তালিকায়৷ এই তথ্য সামনে আসার পরই নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ভাইস উপ পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার পড়েছে৷
যদিও তাঁর মেয়ে স্বচ্ছ পথেই চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না বিশ্বাস৷ তাঁর দাবি, ২০২২ সালে তিনি ভাইস চেয়ারপার্সন হয়েছেন৷ তার অনেক আগে তাঁর মেয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি স্বপ্নাদেবীর৷ তাঁর পাল্টা অভিযোগ, অনেকেরই তো চাকরি গিয়েছে কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি তাই আমাদেরকে ফলাও করে দেখানো হচ্ছে। এসএসসির এই তালিকা প্রকাশে আমাদেরই মান সম্মান নষ্ট হচ্ছে৷
advertisement
স্বপ্নাদেবীর দাবি তাঁর মেয়ে যোগ্য প্রার্থী হিসেবেই চাকরি পেয়েছেন৷ আদালতের উপরেও ভরসা রাখছেন তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে উপ পৌর যপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার দিয়েছে বিজেপি।
পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নামও অযোগ্য তালিকায় রয়েছে৷ রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষের নামও ছিল এই তালিকায়৷ এ ছাড়াও তৃণমূলের বহু পদাধিকারী বা তাঁদের আত্মীয়দের নাম তালিকায় পাওয়া গিয়েছে৷