TRENDING:

SSC Tainted List Update: মা পুরসভার বড় পদে, অযোগ্য তালিকায় মেয়ের নাম! নিউ ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার

Last Updated:

যদিও তাঁর মেয়ে স্বচ্ছ পথেই চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না বিশ্বাস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলম, নিউ ব্যারাকপুর: এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে শাসক দলের অস্বস্তি ক্রমশই বাড়ছেই৷ তৃণমূলের কাউন্সিলর, পঞ্চায়েত অথবা দলীয় স্তরের পদাধিকারী অথবা বহু তৃণমূল নেতানেত্রীর ঘনিষ্ঠদের নাম পাওয়া গিয়েছে অযোগ্যদের তালিকায়৷ এবার অযোগ্যদের তালিকা নিয়ে শোরগোল পড়ে গেল উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরে৷
এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে নিউ ব্যারাকপুরে শোরগোল৷
এসএসসি-র অযোগ্য তালিকা নিয়ে নিউ ব্যারাকপুরে শোরগোল৷
advertisement

নিউ ব্যারাকপুর পুরসভার উপ পৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নামও রয়েছে অযোগ্যদের তালিকায়৷ এই তথ্য সামনে আসার পরই নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ভাইস উপ পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার পড়েছে৷

আরও পড়ুন: তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নামও অযোগ্যদের তালিকায়, সঙ্গে আরও অনেকে! অস্বস্তি বাড়ল শাসক দলের

যদিও তাঁর মেয়ে স্বচ্ছ পথেই চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন স্বপ্না বিশ্বাস৷ তাঁর দাবি, ২০২২ সালে তিনি ভাইস চেয়ারপার্সন হয়েছেন৷ তার অনেক আগে তাঁর মেয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি স্বপ্নাদেবীর৷ তাঁর পাল্টা অভিযোগ, অনেকেরই তো চাকরি গিয়েছে কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি তাই আমাদেরকে ফলাও করে দেখানো হচ্ছে। এসএসসির এই তালিকা প্রকাশে আমাদেরই মান সম্মান নষ্ট হচ্ছে৷

advertisement

স্বপ্নাদেবীর দাবি তাঁর মেয়ে যোগ্য প্রার্থী হিসেবেই চাকরি পেয়েছেন৷ আদালতের উপরেও ভরসা রাখছেন তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে উপ পৌর যপ্রধানের পদত্যাগ চেয়ে পোস্টার দিয়েছে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নামও অযোগ্য তালিকায় রয়েছে৷ রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষের নামও ছিল এই তালিকায়৷ এ ছাড়াও তৃণমূলের বহু পদাধিকারী বা তাঁদের আত্মীয়দের নাম তালিকায় পাওয়া গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Tainted List Update: মা পুরসভার বড় পদে, অযোগ্য তালিকায় মেয়ের নাম! নিউ ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল