TRENDING:

North 24 Parganas News: পেশায় সিভিক ভলেন্টিয়ার রানা, ছোটদের সঙ্গেই করেন এই কাজ! উৎসাহ জোগাচ্ছে পুলিশও

Last Updated:

North 24 Parganas News: সিভিক ভলেন্টিয়ার এর পোশাকে তিনি প্রতিদিন কাজ করেন পুলিশের সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে। আবার অবসর সময়ে তিনিই হয়ে ওঠেন একদল খুদে শিল্পীর প্রিয় শিক্ষা গুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সিভিক ভলেন্টিয়ার এর পোশাকে তিনি প্রতিদিন কাজ করেন পুলিশের সঙ্গে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে। আবার অবসর সময়ে তিনিই হয়ে ওঠেন একদল খুদে শিল্পীর প্রিয় শিক্ষা গুরু। নিউ বারাকপুর থানার সিভিক ভলান্টিয়ার রানা সরকার। শুধু একজন দায়িত্ববান পুলিশ সহায়কই নন, তিনি যেন একজন সংস্কৃতিপ্রেমী মানুষও।
advertisement

সাধারণত থানার সিভিক ভলান্টিয়ারদের কাজ পুলিশকে সহযোগিতা করা, রাস্তায় টহল দেওয়া, জনসচেতনতা বাড়ানো কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণ করা। রানা সরকারের কাজের পরিধি আরও বিস্তৃত। প্রয়োজনে তিনি থানার সরকারি গাড়িও দক্ষতার সঙ্গে চালিয়ে থাকেন। সহকর্মীদের মতে, তাঁর মধ্যে রয়েছে কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলা। কিন্তু দিনের শেষে এই রানাই যেন এক অন্য পরিচয়ের অধিকারী হয়ে ওঠেন।

advertisement

ডিউটি শেষে সিভিক ভলেন্টিয়ারের পোশাক খুলে রেখে তিনি সময় দেন ছোট ছোট ছেলে-মেয়েদের। যাদের তিনি শেখান আধুনিক নৃত্যশৈলী। গত ১২ বছর ধরে এভাবেই চলে আসছে রানার নাচের স্কুল। সেখানেই নিয়মিত ছোট ছোট ছেলে মেয়েদের ছন্দ, তাল ও নৃত্যের অভিব্যক্তির পাঠ দেন পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় কোরিওগ্রাফার রানা সরকার।

আরও পড়ুনঃ এবার কোচ বদল করল কিং খানের দল! ‘নাইটদের’ নতুন দায়িত্বে এল কে? বড় চমক!

advertisement

এমন দুই ভিন্ন চরিত্রে রানা সরকার এখন তাই নিউ বারাকপুর এলাকার পরিচিত মুখ হয়ে উঠেছে। তার সহকর্মী থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরাও সিভিক ভলেন্টিয়ার রানার এমন প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পেশায় সিভিক ভলেন্টিয়ার রানা, ছোটদের সঙ্গেই করেন এই কাজ! উৎসাহ জোগাচ্ছে পুলিশও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল