আচার্য জগদীশচন্দ্র বোস পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্মসচিব শ্রী বেদ প্রকাশ মিশ্র হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে ‘নক্ষত্র বাটিকা’র উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডঃ কনাদ দাস এবং এজেসিবিআইবিজি-র প্রধান ডঃ দেবেন্দ্র সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে অশ্বত্থ গাছের চারা রোপণ করা হয়, যা এই বিশেষ প্রকল্পের প্রতীকী সূচনা হিসেবে ধরা হচ্ছে। এরপর তিনি বাগানের চলমান উন্নয়নমূলক কাজ ও সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য শোনেন।
advertisement
আরও পড়ুনঃ ৫ দিন ধরে নিখোঁজ ৫ বছরের শিশু! বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে গায়েব, তল্লাশিতে মাঠে নামল পুলিশ কুকুর
শ্রী মিশ্র বাগানের বিখ্যাত জায়ান্ট বটগাছ চত্বর ঘুরে দেখেন এবং বিজ্ঞানী ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের দীর্ঘদিনের সংরক্ষণমূলক কাজের প্রশংসা করার পাশাপাশি এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় তাঁদের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন।
ভারতের প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও উদ্ভিদতত্ত্বের মেলবন্ধন ঘটিয়ে গড়ে উঠেছে ‘নক্ষত্র বাটিকা’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ২৭টি নক্ষত্রের প্রত্যেকটির সঙ্গে এক একটি বৃক্ষ সম্পর্কিত, এই ধারণাকে ভিত্তি করে এই বিশেষ বাগান তৈরি করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে ২৫টি উদ্ভিদ পরিবারের মোট ৩৩টি বৃক্ষ প্রজাতি সংরক্ষিত হয়েছে। প্রতিটি গাছের সঙ্গে যুক্ত করা হয়েছে বৈজ্ঞানিক লেবেল ও QR কোড, যার মাধ্যমে পর্যটকেরা গাছ ও সংশ্লিষ্ট নক্ষত্রের তথ্য সহজেই জানতে পারবেন। এই প্রসঙ্গে ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং জানান, নক্ষত্র, গ্রহ এবং রাশি সম্পর্কিত গাছ এই বিভাগের মধ্যে থাকছে। এর মধ্যে বেশ কিছু গাছ পুজোয় ব্যবহৃত হয়।






