TRENDING:

Netaji Subhas Chandra Bose Birthday: সোনারপুরে কোদালিয়ায় নেতাজির বাড়ি, আজও স‌যত্নে রাখা আছে তাঁর ব্যবহৃত জিনিস

Last Updated:

দক্ষিণ শহরতলির সোনারপুর ষ্টেশনের পরবর্তী ষ্টেশন সুভাষগ্রাম । সেখান থেকে রিকশা, অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর: নেতাজির জন্য বাঙালির আবেগ আজও অমিলন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়াতেও সাড়ম্বরে পালন করা হচ্ছে আজকের এই দিনটি। দক্ষিণ শহরতলির সোনারপুর ষ্টেশনের পরবর্তী ষ্টেশন সুভাষগ্রাম । সেখান থেকে রিকশা, অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়া।এদিন সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন তাঁর কোদালিয়ার বাড়িতে। নেতাজীর ব্যবহৃত জিনিস, তাঁর ঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকে সন্ধ্যে পর্যন্ত। ইতিমধ্যেই বহু মানুষ সেখানে গিয়ে সেই সব অতি মুল্যবান জিনিষ বা স্মারক চাক্ষুষ করে আসছেন। অনেককেই দেখা যাচ্ছে সেলফি তুলতে।  দুপুর ১২:১৫ মিনিট নাগাদ সাইরেন ও শঙ্খধ্বনি দিয়ে আজও পালন করা হয় নেতাজির জন্মদিন।
advertisement

আরও পড়ুন: এই থানায় পদধূলি পড়েছিল নেতাজির, আজও অন্যভাবে হয় স্মৃতিচারণ

কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক জন্মভূমি সকাল থেকেই নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদিন ধরে নানান কর্মসূচি নেওয়া হয়। নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে তিন বই, খাতা, চেয়ার নেতাজি মিউজিয়াম সমস্তটাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর এক আত্মীয় বেলা বোস তিনি প্রত্যেক বছর এই দিনটিতে নেতাজির জন্ম ভিটেতে এসে হাজির হন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি তিনি এ বছরও নেতাজির জন্মভিতে এই বিশেষ দিনে এসে হাজির হয়েছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে তে সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন। নেতাজির বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে যার ফলে বর্তমান প্রজন্মের মানুষজন জানতে পারবে একজন বিপ্লবী দেশনায়ক কী কী জিনিস ব্যবহার করতেন।

সেরা ভিডিও

আরও দেখুন
উমা ও শ্যামার আরাধনা একইসঙ্গে হয় এই মন্দিরে, ২৬৯ বছর ধরে বহু ইতিহাসের সাক্ষী এই পুজো!
আরও দেখুন

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose Birthday: সোনারপুরে কোদালিয়ায় নেতাজির বাড়ি, আজও স‌যত্নে রাখা আছে তাঁর ব্যবহৃত জিনিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল