ঘোষ মৌলিক পরিবারে লুচি, আলুরদম ও পায়েস খেয়েছিলেন নেতাজি। দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর সঙ্গে পাঁচথুপি গ্রামের যেন নারীর টান। তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা। জানা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি গ্রামে সংগঠন গড়ে তোলার জন্য পা রেখেছিলেন যা আজও ঐতিহ্য বহন করে চলেছে বলে জানা যায়। এখানেই রাত্রিবাস করেছিলেন আর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আজও স্মৃতি জড়িয়ে আছে পরিবারে।
advertisement
আরও পড়ুন : ‘বাংলা জানে কী করতে হবে…’ নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রকে ঠুকলেন মমতা
পরিবার সুত্রে জানা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি কালীবাজারে একটি সভা করে এলাকার যুবকদের স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত করেছিলেন। পরে নেতাজি সুভাষ চন্দ্র বসু রাত্রিবাস করেন ঘোষ মৌলিক পরিবারে ।
সুনীল মোহন ঘোষ মৌলিকের পুত্র ও বৌমা বর্তমানে এই পরিবারে আছেন। সুনীল মোহন ঘোষ মৌলিকের কাছ থেকে শোনা কথা অনুযায়ী পুত্রবধূ শর্মিলা ঘোষ মৌলিক একাধিক বিবরণ দিয়েছেন নেতাজির। তবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে এখনও না জানা ইতিহাস সম্পর্কে বেশ আফসোস করেন তিনি।
কৌশিক অধিকারী