TRENDING:

Netaji Birth Anniversary: 'এই' গ্রামেই নেতাজি খেয়েছিলেন লুচি-আলুর দম-পায়েস! চমকে দেওয়া গল্প শোনালেন ঘোষ মৌলিক পরিবার

Last Updated:

Netaji Birth Anniversary: নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিন। আর আজকের দিনে আজও ঐতিহ্য বহন করে চলেছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতি নিয়ে মুর্শিদাবাদ জেলার ঘোষ মৌলিক পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিন। আর আজকের দিনে আজও ঐতিহ্য বহন করে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতি নিয়ে মুর্শিদাবাদ জেলার ঘোষ মৌলিক পরিবার। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত পাঁচথুপি ঘোষ মৌলিক পরিবার। ঘোষ মল্লিক পরিবারের বাসিন্দা সুনীল মোহন তখন কলকাতার বাসিন্দা। সেই সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুনীল মোহন। আর তাঁর জেরেই ১৯৩৫ থেকে ১৯৩৭সালের মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসু পা রেখেছিলেন পাঁচথুপি গ্রামে।
advertisement

ঘোষ মৌলিক পরিবারে লুচি, আলুরদম ও পায়েস খেয়েছিলেন নেতাজি। দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর সঙ্গে পাঁচথুপি গ্রামের যেন নারীর টান। তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা। জানা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি গ্রামে সংগঠন গড়ে তোলার জন্য পা রেখেছিলেন যা আজও ঐতিহ্য বহন করে চলেছে বলে জানা যায়। এখানেই রাত্রিবাস করেছিলেন আর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আজও স্মৃতি জড়িয়ে আছে পরিবারে।

advertisement

আরও পড়ুন : ‘বাংলা জানে কী করতে হবে…’ নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রকে ঠুকলেন মমতা

পরিবার সুত্রে জানা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি কালীবাজারে একটি সভা করে এলাকার যুবকদের স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত করেছিলেন। পরে নেতাজি সুভাষ চন্দ্র বসু রাত্রিবাস করেন ঘোষ মৌলিক পরিবারে ।

View More

সুনীল মোহন ঘোষ মৌলিকের পুত্র ও বৌমা বর্তমানে এই পরিবারে আছেন। সুনীল মোহন ঘোষ মৌলিকের কাছ থেকে শোনা কথা অনুযায়ী পুত্রবধূ শর্মিলা ঘোষ মৌলিক একাধিক বিবরণ দিয়েছেন নেতাজির। তবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে এখনও না জানা ইতিহাস সম্পর্কে বেশ আফসোস করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Birth Anniversary: 'এই' গ্রামেই নেতাজি খেয়েছিলেন লুচি-আলুর দম-পায়েস! চমকে দেওয়া গল্প শোনালেন ঘোষ মৌলিক পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল