নেপালের অস্থির পরিস্থিতি বোলপুরে বসবাসরত নেপালি সম্প্রদায়ের কাছে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বীরভূমের বোলপুরে প্রায় ২০-২৫ জন নেপালি দীর্ঘদিন ধরে নাইট গার্ডের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্বদেশে চলতে থাকা অশান্তি তাঁদের পরিবারকে ঘিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ দাউ দাউ করে আগুন! পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি! শর্টসার্কিট থেকেই দুর্ঘটনা? আতঙ্ক এলাকায়
advertisement
পরিযায়ী নেপালিদের একাংশ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নেপালে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে উঠেছিল। ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্বজনদের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা।
তাঁদের মতে, দীর্ঘদিন ধরে দুর্নীতিগ্রস্থ ছিল নেপালের সরকার। সেই কারণে সরকারের পদত্যাগে তাঁরা খুশি। তবে আন্দোলনে প্রাণ হারানো মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এই পরিযায়ী নেপালিরা।