TRENDING:

Nepali Cyclist: ১৯৬ দেশ ভ্রমণের ইচ্ছা! নেপালি তরুণের সঙ্গী সাইকেল আর তাঁবু, পৌঁছলেন হাওড়ায়

Last Updated:

Nepali Cyclist: সাইকেল চড়ে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে রোশন। পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ, জীবন বাঁচাতে রক্তদান-সহ একাধিক পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ১৯৬টা দেশ ভ্রমণের ইচ্ছা। সাইকেল নিয়ে যাত্রা শুরু করলেন নেপালের যুবক রোশন লামিচান। নেপাল থেকে যাত্রা শুরু করে, বাংলাদেশ হয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়ায় এসে পৌঁছান রোশন। সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ। তাঁর এই অভিযানের উদ্দেশ্য, একটানা কয়েক বছর সাইকেল চড়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া। এই যাত্রায় রোশনের সঙ্গী সাইকেল। সেই সঙ্গে রয়েছে প্রয়োজনীয় কিছু সামগ্রী। সাইকেলের সামনে পিছনে বাধা রয়েছে নেপালের জাতীয় পতাকা। সাইকেলের সামনে বাঁধা ব্যানারে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ এবং প্রাণ বাঁচাতে রক্তদানের বার্তা।
advertisement

আরও পড়ুন: যে কোনও ডাল খাচ্ছেন? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! মুগ নাকি মুসুর… কোনটি স্বাস্থ্যকর? বলছেন চিকিৎসক

বাইসাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন নেপালের ২৮ বছরের যুবক রোশন লামিচান। তিনি নেপাল থেকে সাইকেল চালিয়ে ভারতের শিলিগুড়ির ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে বাংলাবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ছোটবেলা থেকেই ভ্রমণে আগ্রহী। রোশনের বসবাস নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে | শখের বসেই নিজের সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন বলে জানালেন রোশন। তিনি জানান, স্কুলে পড়ার সময় থেকে ইচ্ছা ছিল তিনি সাইকেলে বিশ্বভ্রমণ করবেন। তাঁর দেশ থেকে সাইকেল চালিয়ে সারা বিশ্ব ঘুরেছেন, এমন মানুষদের দেখেই এই উৎসাহ। আর সেই ইচ্ছা থেকে সাইকেলে চেপে নেপাল হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ।

advertisement

View More

সাইকেল চড়ে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে রোশন। পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ, জীবন বাঁচাতে রক্তদান-সহ একাধিক পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন। হাওড়ার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মন্দিরা চৌধুরী জানান, এই উদ্যোগ অভাবনীয়। পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই দিক থেকে রোশনের হাওড়া পৌঁছানো থেকে, হাওড়া ছেড়ে যাওয়া পর্যন্ত তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করে হাওড়া রেড ক্রস সোসাইটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nepali Cyclist: ১৯৬ দেশ ভ্রমণের ইচ্ছা! নেপালি তরুণের সঙ্গী সাইকেল আর তাঁবু, পৌঁছলেন হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল