এই প্রসঙ্গে আহত মহিলা সুজাতা মালিক বলেন, “বাড়িতে একটা সজনে গাছ ওরা লাগিয়েছে, সেটা আমাদের জায়গায় আছে। পার্টির লোকও এসে বলে গিয়েছে যে ডাটা খেয়ে নেওয়ার পরে ওদের গাছ কেটে দেওয়ার জন্য। এদিন আমার মেয়ে ওদের বলেছিল যে গাছ কেটে দেওয়ার জন্য কিন্তু ওরা গাছ কাটেনি, বলল তোরা ডাল কেটে দেগা। আমরা ডাল কাটিনি শাক হয়েছে দু’ডাল শাক ভেঙেছি। তখনই রাজকুমার মালিক বাঁশে করে আমাকে মেরেছে।”
advertisement
আরও পড়ুন: বলা নেই কওয়া নেই, দুমদাম করে বন্ধ বিদ্যুৎ পরিষেবা! মেজাজ ঠিক রাখতে না পেরে গ্রামবাসীরা যা করলেন
সুজাতা মালিক আরও বলেন, ওই গাছ থেকে শাক পারার কারণেই তাঁকে এবং তার মেয়েকে মারধর করা হয়েছে। তিনি ওই পরিবারের মোট তিনজনের নামে অভিযোগ জানিয়েছেন। সুজাতা মালিকের কথায়, তাঁকে এবং তার মেয়েকে ধরেছিল ওই পরিবারের চম্পা মালিক এবং গায়িত্রী মালিক। তখনই রাজকুমার মালিক বাঁশ নিয়ে এসে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সুজাতা মালিকের মেয়ে সুস্মিতা মালিক জানিয়েছে, “আমার পায়ে মেরেছে, ঘাড়ে মেরেছে আমার মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের জায়গায় ওরা সজনে গাছ লাগিয়েছিল। আমার মা দুটো সজনে শাক পেড়েছিল সেই জন্য মেরেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সজনে গাছের পাতাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে শুরু হওয়া মারামারির ঘটনা স্থানীয়রা দেখতে পেয়ে পরবর্তীতে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরবর্তীকালে তাদের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন। আহত পরিবার থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। তবে স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বনোয়ারীলাল চৌধুরী