TRENDING:

East Bardhaman News: সজনে গাছের শাক পাড়াকে কেন্দ্র করে সে-কি কাণ্ড! হাতাহাতিতে আহত ২

Last Updated:

সজনে গাছের শাক পাড়াকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এক আজব কাণ্ড ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। এই ঘটনার কথা জানলে একেবারে চমকে যাবেন সকলেই! জমি-জায়গা, টাকা-পয়সা অথবা বিভিন্ন কারণে মারামারির ঘটনা শুনেছেন। তবে গাছের পাতা বা শাক নিয়ে মারামারির কথা হয়ত শোনেননি। তবে এবার এমনই এক আজব ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে। সজনে গাছের শাক পাড়াকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে। সেই হাতাহাতিতেই আহত হয়েছেন একই পরিবারের দুজন। আহত দুজন সম্পর্কে মা এবং মেয়ে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল?
advertisement

এই প্রসঙ্গে আহত মহিলা সুজাতা মালিক বলেন, “বাড়িতে একটা সজনে গাছ ওরা লাগিয়েছে, সেটা আমাদের জায়গায় আছে। পার্টির লোকও এসে বলে গিয়েছে যে ডাটা খেয়ে নেওয়ার পরে ওদের গাছ কেটে দেওয়ার জন্য। এদিন আমার মেয়ে ওদের বলেছিল যে গাছ কেটে দেওয়ার জন্য কিন্তু ওরা গাছ কাটেনি, বলল তোরা ডাল কেটে দেগা। আমরা ডাল কাটিনি শাক হয়েছে দু’ডাল শাক ভেঙেছি। তখনই রাজকুমার মালিক বাঁশে করে আমাকে মেরেছে।”

advertisement

আরও পড়ুন: বলা নেই কওয়া নেই, দুমদাম করে বন্ধ বিদ্যুৎ পরিষেবা! মেজাজ ঠিক রাখতে না পেরে গ্রামবাসীরা যা করলেন

সুজাতা মালিক আরও বলেন, ওই গাছ থেকে শাক পারার কারণেই তাঁকে এবং তার মেয়েকে মারধর করা হয়েছে। তিনি ওই পরিবারের মোট তিনজনের নামে অভিযোগ জানিয়েছেন। সুজাতা মালিকের কথায়, তাঁকে এবং তার মেয়েকে ধরেছিল ওই পরিবারের চম্পা মালিক এবং গায়িত্রী মালিক। তখনই রাজকুমার মালিক বাঁশ নিয়ে এসে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সুজাতা মালিকের মেয়ে সুস্মিতা মালিক জানিয়েছে, “আমার পায়ে মেরেছে, ঘাড়ে মেরেছে আমার মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের জায়গায় ওরা সজনে গাছ লাগিয়েছিল। আমার মা দুটো সজনে শাক পেড়েছিল সেই জন্য মেরেছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সজনে গাছের পাতাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে শুরু হওয়া মারামারির ঘটনা স্থানীয়রা দেখতে পেয়ে পরবর্তীতে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরবর্তীকালে তাদের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন। আহত পরিবার থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। তবে স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সজনে গাছের শাক পাড়াকে কেন্দ্র করে সে-কি কাণ্ড! হাতাহাতিতে আহত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল