চাঞ্চল্যকর ঘটনা মালদহের বামনগোলা থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। মৃত ব্যক্তির নাম বনমালী প্রামানিক (৪০)। খুনের ঘটনায় অভিযুক্ত প্রফুল্ল রায়,ও বকুল রায় সহ বেশ কয়েকজন।
অভিযুক্তদের মধ্যে প্রফুল্ল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনমালীর সঙ্গে স্থানীয় যুবক প্রফুল্ল রায়ের টাকা নিয়ে বিবাদ ছিল।
advertisement
আরও পড়ুন- রোজ কয়েক লাখ মানুষের ভিড়, বর্ধমান স্টেশনে এবার যাত্রীদের বিরাট সুবিধা
পুরনো বিবাদকে কেন্দ্র করে স্থানীয় গঙ্গাপ্রসাদ এলাকায় চায়ের দোকানের সামনে শুরু হয়় বচসা ও তর্কাতর্কি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলমালের সময় উত্তেজিত হয়ে বনমালী প্রামানিককে মাথায় সজোরে আঘাত করে অভিযুক্ত প্রফুল্ল রায় ও তার ছেলে বকুল রায়।
ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বনমালী। কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসা চলাকালীন রবিবার সকালে মৃত্যু হয় বনমালী প্রামানিকের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ঘটনার জেরে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে বামনগোলা থানার পুলিশ।
আরও পড়ুন- বরাদ্দ হল ৬০ কোটি, বর্ধমান মেডিকেলে দ্রুত চাইল্ড হাব গড়ার উদ্যোগ
ধৃত প্রফুল্ল রায়কে আজ মালদা জেলা আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
এদিকে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে।
সামান্য কিছু টাকার জন্য এভাবে প্রাণ চলে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছে না পরিবার ও পরিজন। পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কত টাকা নিয়ে বিবাদ তাও খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।