Bardhaman News: বরাদ্দ হল ৬০ কোটি, বর্ধমান মেডিকেলে দ্রুত চাইল্ড হাব গড়ার উদ্যোগ

Last Updated:

বৈঠকে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, হাসপাতালের  সুপার তাপস ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক, বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বর্ধমান জেলা হাসপাতালে হবে চাইল্ড হাব
বর্ধমান জেলা হাসপাতালে হবে চাইল্ড হাব
বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে খুব তাড়াতাড়ি চাইল্ড হাব গড়ার কাজ শুরু হতে চলেছে। রাধারানী ওয়ার্ড ভেঙে সেখানে এই হাব তৈরি করা হবে। শিশুদের পাশাপাশি সেখানে মায়েদেরও চিকিৎসার বিশেষ ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এ জন্য ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় দ্রুত কাজ শুরু করার তৎপরতা শুরু হয়েছে।
এ ব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, হাসপাতালের  সুপার তাপস ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক, বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, চাইল্ড হাব তৈরির জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে। এর ফলে শিশু ও মায়েদের আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে।
advertisement
advertisement
তিনি বলেন,মন্ত্রী বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা অনেক উন্নত হয়েছে। এখানের  টেলি মেডিসিন পরিষেবা এক নম্বরে রয়েছে। ১৮ হাজার ১৪৩জন এই পরিষেবা পেয়েছে। করোনার সময় থেকে এই পরিষেবা চালু হয়েছে। বাড়িতে বসেই রোগীরা চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন। জেলার আরও কয়েকটি হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে।
advertisement
এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু অত্যাধুনিক মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর চাপ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসছেন। গতবছর মোট ১৫ লক্ষ ১৮ হাজার ৯৫১ জনের ল্যাব টেস্ট হয়েছে। ১২ হাজার ৪৯১ জনের এক্স-রে হয়েছে। ইউএসজি হয়েছে ৭৬ হাজার ৬৭১ জনের। ৬০ হাজার ৮৩৩জনের ইসিজি হয়েছে। ২২ হাজার ৭২১ জনের  এমআরআই হয়েছে। একইভাবে অনাময় হাসপাতাল থেকেও বহু রোগী পরিষেবা পেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালের প্রতি রোগীদের আগ্রহ বাড়ছে। সে কারণেই রোগীর চাপ বেশি। তাদের যাতে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে বাড়তি জোর দেওয়া হচ্ছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বরাদ্দ হল ৬০ কোটি, বর্ধমান মেডিকেলে দ্রুত চাইল্ড হাব গড়ার উদ্যোগ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement