IND vs AUS: ধাঁই করে শূন্যে শরীরটা তুলে ভাসালেন, এক হাতে ধরে ফেললেন স্মিথ, রইল সুপার ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
হাওয়ায় উড়তে থাকা হার্দিকের ক্যাচ ধরেন স্টিভ স্মিথ, রইল ভাইরাল ভিডিও
বিশাখাপত্তনম: প্রথম ম্যাচে টপ অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া৷ যদিও মাঠ আর শহর বদলে গেছে। কিন্তু, টিম ইন্ডিয়ার অবস্থা বদলায়নি। মুম্বইয়ের মতো, বিশাখাপত্তনম ওয়ানডেতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় টপ অর্ডার। টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটসম্যানদের বিরুদ্ধে সাক্ষাৎ যম হয়ে উঠেছেন মিচেল স্টার্ক।
স্টার্কের সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত অসহায় দেখায় এবং ১০ ওভারের মধ্যেই অর্ধেক টিম ইন্ডিয়া প্যাভিলিয়নে ফিরে যায়। এর মধ্যে মিচেল স্টার্কের শিকার ৪ টপ অর্ডার ব্যাটসম্যান। স্টার্কের সাফল্যে যোগ্য সঙ্গত দেন স্টিভ স্মিথ৷
ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ক্যাচগুলো ধরেন স্মিথ এবং দুটি ক্যাচই ছিল অসাধারণ। বিশেষত স্টিভ স্মিথ যেভাবে হার্দিকের ক্যাচ স্লিপে তালুবন্দি করেন যেভাবে তা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে৷
advertisement
advertisement
দেখে নিন উড়ন্ত স্টিভ স্মিথের ভাইরাল ভিডিও
Top class catch by Steve Smith@stevesmith49 #INDvsAUS pic.twitter.com/n6PmOB6aEi
— Nitin Godbole 🇮🇳 (@nitingodbole) March 19, 2023
advertisement
বিশাখাপত্তনমে ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ভারত ৯ ওভারে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছিল। চতুর্থ তম আউট কেএল রাহুল। তারপরেই উইকেটে আসেন হার্দিক পান্ডিয়া। কিন্তু মাত্র ৩ বলেই খতম হয়ে যায় ভারতীয় সহ-অধিনায়কের ইনিংস।
আরও দেখুন
হাওয়ায় উড়তে থাকা হার্দিকের ক্যাচ ধরেন স্টিভ স্মিথ
ভারতীয় ইনিংসের দশম ওভার বল করেছিলেন শন অ্যাবট। এই ওভারের দ্বিতীয় বলটি গুডলেংথে করেন অ্যাবট। বলটি সামান্য সুইং করে অফ স্টাম্পের বাইরে চলে যায় এবং হার্দিক পান্ডিয়া বলটিতে শট অফার করেন৷ আর এতেই হার্দিকের দোষের চেয়েও বেশি স্মিথের গুণকে কুর্নিশ করছে সকলেই৷ বল দ্রুত চলে যায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের দিকে। সুপারম্যানের মতো বডি শূন্যে ছুঁড়ে দিয়ে লাফিয়ে পড়েন এবং ডান হাত দিয়ে বলটি ধরেন।
advertisement
এর আগে স্মিথই প্রথম স্লিপেই রোহিত শর্মার ক্যাচ ধরেছিলেন৷ তবে, মিচেল স্টার্কের বোলিংয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক সেই ক্যাচটি ধরেন এবং একটা সময়ে মনে হচ্ছিল বলটি তাঁর হাত থেকে পিছলে যাচ্ছে বলে মনে হয়। কিন্তু, দ্বিতীয়বারে বলটিতে ক্যাচ করেন স্মিথ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 5:14 PM IST