পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের টাকলা এলাকায় রয়েছে লৌকিক দেবী চণ্ডীর মন্দির। জানা গিয়েছে, প্রায় আড়াই হাজারেরও বেশি সময়ের পুরানো এই লৌকিক দেবীর মন্দির। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণের আশায়। উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বেশি ভিড় জমায় ছাত্র-ছাত্রীরা। ভিড় জমায় তাঁদের অভিভাবকেরাও। প্রচলিত বিশ্বাস যে, মন্দিরে পুজো দিলেই নাকি ভাল ফল মেলে পরীক্ষায়।
advertisement
জানা গিয়েছে, প্রায় আড়াই হাজার বছর আগে শ্মশানে প্রতিষ্ঠিত হয় লৌকিক দেবী চণ্ডীর মন্দির। ভক্তদের মনস্কামনা পূরণের পর ধীরে ধীরে প্রসার বাড়ে দেবীর। মনস্কামনা পূরণের আশায় প্রতিদিনই বেশ ভিড় থাকে এই মন্দিরে। প্রসাদ হিসেবে পায়েস, ফলমূল নিবেদন করা হয় দেবীর কাছে।
বছরে নির্দিষ্ট সময়ে পুজোর দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই মন্দিরে। মনস্কামনা জানিয়ে সুতোয় পাথর বেঁধে মন্দিরে ঝুলিয়ে দেন ভক্তরা। মনস্কামনা পূরণের পর মন্দিরে এসে পুজো দিয়ে যান তাঁরা। এ ভাবে দিনের পর দিন ব্যাপ্তি ঘটছে লৌকিক দেবীচণ্ডীর।
রঞ্জন চন্দ