TRENDING:

Nawsad Siddique: তৃণমূলের জন্য অভিনব টোটকা দিলেন নওশাদ সিদ্দিকী! পাল্টা তৃণমূল বলছে, হতাশাগ্রস্ত!

Last Updated:

Nawsad Siddique: বুধবার ভাঙড়ের কালেরআইটে একটি সভা করে আইএসএফ। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: "একবার ঘর ভেঙেছ, ঘর সারিয়েছি, এবার ঘর ভাঙতে এলে আমরা তোমাদের মাথাটা ভেঙে দেব। পঞ্চায়েত ভোটে এলাকা থেকে তেড়ে বার করে দেবো।" তৃণমূল কংগ্রেসকে ঠিক এমন ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।
নওশাদের হুঁশিয়ারি
নওশাদের হুঁশিয়ারি
advertisement

বুধবার ভাঙড়ের কালেরআইটে একটি সভা করে আইএসএফ। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ নেতা আনার আলী ঘরামি শাসকদল তৃণমূলকে টার্গেট করে বলেন, ''একবার ঘর ভেঙেছ ঘর সেরেছি, এবার ঘর ভাঙতে এলে আমরা মাথাটা ভেঙে দেবো।'' পঞ্চায়েত ভোটে এলাকা থেকে তেড়ে বার করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

advertisement

আরও পড়ুন: 'এই নামগুলো দেখলেই বুঝবেন ভবিষ্যতে কী হবে', নিয়োগ দুর্নীতিতে বিরাট খোঁজ ইডির! এবার শিকড়ে টান?

ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কালেরআইট এলাকায় পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস। ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজান মোল্লার নেতৃত্বে হয় মিছিল। যেখানে শাহাজান মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন আলাউদ্দিন মোল্লা,সাদেকুল সহ অনান্য নেতৃত্বরা। ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজান মোল্লার বক্তব্য, "ভয় পেয়ে এরা এসব বলছে। এদের এলাকায় দেখা যায় না। নির্বাচন এলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করে।"

advertisement

আরও পড়ুন: অসম থেকে দিঘায় পর্যটক, তারপর থেকেই কাঁদছে পরিবার! যা ঘটল, বিশ্বাসই করতে পারছেন না কেউ

আইএসএফ নেতাকে এক রকম সমর্থন জানিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ''গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করলে আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।'' এ প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ''হতাশাগ্রস্ত হয়ে এসব বলছে। রাজনৈতিকভাবে সচেতন মানুষ এসব বলতে পারেনা।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

------কল্যাণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nawsad Siddique: তৃণমূলের জন্য অভিনব টোটকা দিলেন নওশাদ সিদ্দিকী! পাল্টা তৃণমূল বলছে, হতাশাগ্রস্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল