তবে বহুলা অষ্টমীর শুভক্ষণ শুরু হয়েছে রাত ১২:০৮ মিনিটে প্রায় মধ্য রাতেই ভারতবর্ষের ভক্তরা ভিড় জমান বিভিন্ন গঙ্গাভাবীরতী সহ নানান নদনদীর সামনে। ধর্মপ্রাণ নদিয়ার নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুরতো বটেই চাকদহ, রানাঘাট সহ বিস্তীর্ণ এলাকায় ভক্তদের ঢল নামে। পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা সাধারণ মানুষের সুবিধার্থে নানান ব্যবস্থার আয়োজন করে।
আরও পড়ুন – Who Are They At Night: রাতের অন্ধকারে সাইকেল চালিয়ে ছুটে আসছেন কারা! বীরভূমে হঠাৎ হলটা কী ?
advertisement
নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলা কুইক রেসপন্স টিম এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দলের ক্ষেত্রেও বারংবার সতর্কতা বাণী এবং সতর্কতা ও সাবধানতার সঙ্গে স্নান করার পরামর্শ দেওয়া হয়েছিল। যে কোনও বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন তারা।
নবদ্বীপ রানীর ঘাট ও শান্তিপুর বড়বাজার ঘাট সহ বেশ কয়েকটি ঘাটে শান্তিপুর ও নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন পূণ্যস্নানযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে সজাগ এবং সতর্ক ছিলেন। গোস্বামী প্রধান শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির সহ দলসহ ভক্তরা এসে পৌঁছান ঘাটে। গঙ্গা পুজন আরতি সহ নানান রীতি পালন করেন তারা। প্রায় সারারাত এমনকি এদিন সকালেও ভক্তদের পূণ্যস্নান করতে দেখা যায়।