বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় প্রথম পর্যায়ে প্রায় ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। ওএনজিসি-র সঙ্গে তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছে জমি। বিনিময়ে কৃষকরা প্রতি বিঘা জমির জন্য পাচ্ছেন ২ লক্ষ টাকা করে।
advertisement
১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?
স্থানীয় কৃষক খোকন সরকার জানান, “আমরা বিশ্বাস করি এই প্রকল্প গ্রামের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও জমি দিতে রাজি আছি।” প্রশাসন ও ওএনজিসি সূত্রে জানা যাচ্ছে, এই খনন প্রকল্পের মাধ্যমে এলাকায় কর্মসংস্থান বাড়বে, আর্থিকভাবে লাভবান হবে স্থানীয় বাসিন্দারা।
এখন সকলের নজর ওএনজিসি-র খনন পরীক্ষার ফলাফলের দিকে। সত্যিই কি নতুন খনিজ ভান্ডারের সন্ধান মিলবে বারুইপুরে? অপেক্ষায় গোটা জেলা।