TRENDING:

বারুইপুরের ভূগর্ভে চাপা ছিল এত সম্পদ? খোঁড়া হবে শিগগির! ONGC যা জানাল, সবাই চমকাতে বাধ্য!

Last Updated:

Crude Oil Found In Baruipur: বারুইপুরে ওএনজিসি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য ভান্ডার খুঁজতে পরীক্ষামূলক খনন শুরু করেছে। স্থানীয় কৃষকদের জমি নিয়ে তিন বছরের চুক্তি হয়েছে। কী কী দিশা দেখছেন বিজ্ঞানীরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, বারুইপুর: বারুইপুরের ভুগর্ভে রয়েছে বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য ভান্ডার। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই পরীক্ষামূলক খননের প্রস্তুতি শুরু করেছে ওএনজিসি (ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)। ইতিমধ্যেই খননের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ আনতে রাস্তার নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি তৈরি হচ্ছে আধিকারিকদের থাকার ঘর, কনফারেন্স রুম-সহ অন্যান্য পরিকাঠামো।
বারুইপুরের ভূগর্ভে চাপা ছিল এত সম্পদ? খোঁড়া হবে শিগগির! ONGC যা জানাল, সবাই চমকাতে বাধ্য!
বারুইপুরের ভূগর্ভে চাপা ছিল এত সম্পদ? খোঁড়া হবে শিগগির! ONGC যা জানাল, সবাই চমকাতে বাধ্য!
advertisement

বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় প্রথম পর্যায়ে প্রায় ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। ওএনজিসি-র সঙ্গে তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছে জমি। বিনিময়ে কৃষকরা প্রতি বিঘা জমির জন্য পাচ্ছেন ২ লক্ষ টাকা করে।

ফ্ল্যাটে কুকুরের চিৎকারে কান ‘ঝালাপালা’! বলেও লাভ হয়নি, একদিন এই ব্যক্তি যা করলেন…! নড়েচড়ে বসল কর্তৃপক্ষ

advertisement

১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!

রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?

স্থানীয় কৃষক খোকন সরকার জানান, “আমরা বিশ্বাস করি এই প্রকল্প গ্রামের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও জমি দিতে রাজি আছি।” প্রশাসন ও ওএনজিসি সূত্রে জানা যাচ্ছে, এই খনন প্রকল্পের মাধ্যমে এলাকায় কর্মসংস্থান বাড়বে, আর্থিকভাবে লাভবান হবে স্থানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এখন সকলের নজর ওএনজিসি-র খনন পরীক্ষার ফলাফলের দিকে। সত্যিই কি নতুন খনিজ ভান্ডারের সন্ধান মিলবে বারুইপুরে? অপেক্ষায় গোটা জেলা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারুইপুরের ভূগর্ভে চাপা ছিল এত সম্পদ? খোঁড়া হবে শিগগির! ONGC যা জানাল, সবাই চমকাতে বাধ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল