TRENDING:

Ujaani Shaktipeeth: ঘুরে আসুন বর্ধমানের এই মন্দিরে, মুগ্ধ হবেন আপনিও

Last Updated:

Ujaani Shaktipeeth: ৫১ সতীপীঠের অন্যতম একটি হল পূর্ব বর্ধমানের উজানী। এখানকার প্রাকৃতিক পরিবেশ ভক্তদের পাশাপাশি পর্যটকদের‌ও মন ভাল করে দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম হল উজানী। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠ। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন এখানে। এই জায়গায় আরাধ্য দেবীর নাম মঙ্গলচণ্ডী হলেও দেবীর রূপ হচ্ছে দুর্গা, দশভূজা। কষ্ঠি পাথরে খোদাই করা দেবী মূর্তি অধিষ্ঠান করছে এখানে।
মন্দির 
মন্দির 
advertisement

প্রতিবছর পয়লা মাঘ এখানে উজানী মেলা বসে। মন্দিরের পিছনে অজয় নদ আছে। সেই অজয় নদের বালিতেই বসে একদিনের মেলা। মঙ্গলচণ্ডী, জয়মঙ্গলবার এগুলো তো আছেই।

advertisement

মন্দিরের দায়িত্বে থাকা সোমনাথ রায় জানান, বারো মাস দেবীর অন্ন ভোগ হয়। সেই ভোগে দেবীকে মাছ দেওয়া হয়। মাছ ছাড়া দেবীর অন্ন ভোগ সম্পূর্ণ হয় না। দুর্গাপুজোর অষ্টমীর দিন এক দিনের জন্য দেবীকে নিরামিষ খাওয়ানো হয়। তাছাড়া বারো মাস ভোগ মাছ থাকে।

advertisement

অতীতে এখানে নদীর পাড়ে জঙ্গল ছিল। জঙ্গল কেটে মায়ের মন্দির তৈরি করা হয়। সেসব রাজ আমলের কথা। রাজারাই মন্দির তৈরি করেছিলেন। রায়’রা বংশ পরম্পরায় এখানে দেবীর পুজো করে আসছে।

advertisement

View More

মন্দিরের সেবাইত জানান, আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা থেকে বহু ভক্ত আছেন এখানে। তাছাড়া বাংলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বহু মানুষ আসেন‌ই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠে আপনি চাইলে ঘুরেও আসতে পারেন। একদম অজয় নদের ধারে অবস্থিত এই মনোরম পরিবেশের জায়গা দেখে মুগ্ধ হবেন আপনিও। তবে চিন্তার কোনও কারণ নেই। মন্দির প্রাঙ্গণেই রয়েছে থাকা এবং অন্ন ভোগ গ্রহণের ব্যবস্থা। ভোগ প্রসাদ এবং থাকার জন্য আগাম ফোন করতে হবে– ৮৩৪৮৯৬৮২৪৪ এই নম্বরে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ujaani Shaktipeeth: ঘুরে আসুন বর্ধমানের এই মন্দিরে, মুগ্ধ হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল